• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করার লক্ষ্যে জেলা টাস্কফোর্সের সভা

ইলিশ রক্ষায় শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেছেন, সবার সহযোগিতা নিয়ে আমরা আমাদের জাতীয় মৎস্য সম্পদ ইলিশ রক্ষা করবো। ৭ অক্টোবর থেকে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কার্যক্রম শুরু হবে। আমরা সবাই মিলে তা সফল করবো। ২২ দিনের এ অভিযানের সময় নদীতে কোনো জেলে নামতে পারবে না। ৫১ হাজার জেলের জন্যে খাদ্য সহায়তা চাওয়া হয়েছে। যারা জাটকার সময় আটক হয়ে জেলে গেছে তাদের ভিজিএফ চাল বাতিল করা হবে। বন্ধ থাকবে চাঁদপুরের সকল বরফ কল। প্রশাসনের টীম নদীতে নামার সময় যাতে কোনো সোর্স বা নৌযানের ড্রাইভার ইঙ্গিত দিতে না পারে তা নিয়ে সতর্ক থাকতে হবে। আমরাতো আছিই, তারপরও জেলা পুলিশ, নৌ-পুলিশ এবং কোস্টগার্ডকে এ ব্যাপারে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি গতকাল ২৬ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টায় তাঁর সভাকক্ষে মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের সভায় সভাপ্রধানের বক্তব্যে এ কথাগুলো বলেন। জেলা প্রশাসক বলেন, ইলিশ সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। তিনি পুলিশ, ম্যাজিস্ট্রেট, মৎস্য অধিদপ্তর, নৌ-পুলিশ, কোস্টগার্ড, জনপ্রতিনিধি, মিডিয়া এবং জনগণ সবার সহযোগিতা কামনা করেন।
    ২০১৮-১৯ অর্থ বছরে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নের কৌশল নির্ধারণসহ অন্যান্য বিষয়ে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল বাকী, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ, বিএন ও ঊর্ধ্বতন মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা।
    সভায় আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রফিকুল্লাহ, চাঁদপুর বরফ কল মালিক সমিতির সভাপতি মোঃ হারুন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শাকিল, কোষাধ্যক্ষ বাদশা হাজী, চাঁদপুর জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আঃ মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, চাঁদপুর কান্ট্রি ফিশিং বোট মালিক সমিতির সভাপতি শাহআলম মল্লিক, মৎস্যজীবী নেতা তছলিম বেপারী প্রমুখ। চাঁদপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার, মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, ওয়ার্ল্ড ফিস-এর রিসার্চ অ্যাসোসিয়েট কিংকর চন্দ্রসহ মৎস্য অধিদপ্তর জেলা অফিসের আরো অনেকে উপস্থিত ছিলেন।