• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ ঢাকায় আন্তর্জাতিক ইলিশ উৎসব উদ্বোধন

শনিবার চাঁদপুরে সমাপনী পর্ব

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পদক্ষেপ বাংলাদেশ-এর আয়োজনে আজ, কাল ও পরশু (২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর) ৩ দিনব্যাপী ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব ২০১৮’ উদ্যাপিত হবে। ঢাকাস্থ হোটেল পূর্বাণী’র দিলকুশা হলে আজ ২৭ সেপ্টেম্বর বৃহিস্পতিবার বিকেল ৩টায় উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সভাপতিত্ব করবেন উৎসব আহ্বায়ক কবি আসাদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সভাপতি বাদল চৌধুরী। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ নাসির উদ্দিন আহমেদ (সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়), মোঃ রইছউল আলম ম-ল (সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়), শ্যামসুন্দর সিকদার (সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়) ও গোলাম কুদ্দুছ (সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট)।
    বিদেশী অতিথি হিসেবে থাকবেন অমৃত মাইতী, কাজল চক্রবর্তী, সাকিল আহামেদ, আনসার-উল হক, অজিত ত্রিবেদী, নৃপেন চক্রবর্তী, মণিশংকর রায়, তন্দ্রা ভট্টাচার্য, শান্তিময় মুখোপাধ্যায়, শান্তা চক্রবর্তী, নীপা চক্রবর্তী, সপ্তদীপা অধিকারী, দিপেন ভাদুরী, পুস্পিতা চট্টোপাধ্যায়।
    উৎসবে সেমিনার পর্বে মূল প্রবন্ধ পাঠ করবেন ফারুক হোসেন, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), সিপিটিইউ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব-২০১৮।
    প্রধান আলোচক থাকবেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক (সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়)। আলোচক থাকবেন শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী, আব্দুস সবুর মন্ডল (পরিচালক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও সাবেক জেলা প্রশাসক, চাঁদপুর), কবি রবীন্দ্র গোপ (পরিচালক, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন) ও মজিবুর রহমান (নির্বাহী পরিচালক, এসডিএস)।
    কবিকণ্ঠে কবিতা ও ছড়া পাঠ করবেন নির্মলেন্দু গুণ, হাবীবুল্লাহ সিরাজী, অসীম সাহা, মুহম্মদ নূরুল হুদা, কাজী রোজী, ফারুক মাহমুদ, বিমল গুহ, মোহাম্মদ সাদিক, বুলবুল মহলানবীশ, আসলাম সানী ও আনিসুল হক। সঞ্চালনা করবেন জান্নাতুন নিসা, সাধারণ সম্পাদক, পদক্ষেপ বাংলাদেশ।
    উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টা থেকে চাঁদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উৎসবের দিনব্যাপী সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে।