• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আন্তর্জাতিক পর্যটন দিবসকে সামনে রেখে

চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় উচ্ছেদ অভিযান অব্যাহত

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আন্তর্জাতিক পর্যটন দিবসকে সামনে রেখে চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। গতকাল ২৬ সেপ্টেম্বর বিকেলে মোলহেড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বেশকিছু ভাঙ্গারি দোকান ও প্লাস্টিক ভর্তি বস্তার স্তূপ উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মঈনুল হাসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান। সাথে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা হিরামনি ও স্থানীয় পৌর কাউন্সিলর হাজী মোঃ শাহআলম বেপারী।
    অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হাসান বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা মোলহেডে অনুষ্ঠিত হবে। আর মোলহেডটি হচ্ছে চাঁদপুরের প্রাকৃতিক সৌন্দর্যের একটি প্রধানতম স্পট। এ স্থানটি ঘিরে চাঁদপুরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। তাই এ স্থানে এমন নোংরা ও বিশৃঙ্খল পরিবেশ থাকতে পারে না। আজকে যাদের উচ্ছেদ করা হচ্ছে তারা আর এখানে বসতে পারবে না। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বাধিক পঠিত