• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

থেলাসেমিয়া আক্রান্ত ২ শিশুকে জীবনদীপের রক্তদান

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’-এ আপ্তবাক্যকে সামনে রেখে আর্তমানবতার সেবায় নিবেদিত নিঃস্বার্থ মানব উন্নয়ন সংস্থা ‘জীবনদীপ’ দীর্ঘদিন ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে রক্তদান করে চলেছে। তারই ধারাবাহিকতায় জীবনদীপের উদ্যোগে গতকাল ২২ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে গুরুতর অসুস্থ থেলাসেমিয়া আক্রান্ত রোগীকে রক্ত দেয়া হয়। এরা হলেন শিশু মোঃ সবুর গাজী (১৩) ও মেঘা দেবনাথ (৭)। প্রথমোক্ত শিশুটিকে এ পজেটিভ রক্তদান করেন বাবুরহাট এলাকার রামপ্রসাদ (২৮) নামে এক যুবক। আর শেষোক্ত শিশুটিকে বি পজেটিভ রক্তদান করেন পুরাণবাজারের নিতাইগঞ্জ এলাকার সৌরভ সাহা নামে এক যুবক। অসহায় শিশুদের জীবন রক্ষায় তারা দুজনেই মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
    এ রক্তদানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ‘জীবনদীপ’-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার। সমন্বয় করেন একাত্তর ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান বেলাল। রক্তদানে সহায়তা করেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ সিরাজুল ইসলাম এবং ‘জীবনদীপ’-এর একনিষ্ঠ কর্মী ও ই-হক কোচিং সেন্টারের পরিচালক ডি কে মৃদুল।