নিরাপদ সড়ক নিশ্চিত করতে ফরিদগঞ্জে পথসভা ও লিফলেট বিতরণ
সড়কে দুর্ঘটনা রোধে চালক ও জনগণকে সচেতন করতে পথসভা এবং চালক ও সাধারণ জনগণের মাঝে লিফলেট স্টিকার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ডে আয়োজিত এ পথসভায় ‘নিরাপদ সড়ক চাই’ ফরিদগঞ্জ শাখার আহ্বায়ক বারাকাত উল্লাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক নারায়ণ রবি দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এএইচএম মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক ও ‘নিরাপদ সড়ক চাই’ ফরিদগঞ্জ শাখার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী। পথসভা শেষে বিভিন্ন ধরনের যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্স ও মেঘনাপাড় মুক্ত স্কাউট দলের ফাহিমের নেতৃত্বে সদস্যরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ ফরিদগঞ্জ শাখার সদস্য প্রভাষক মাহবুবুর রহমান, জাকির হোসেন সৈকত, নূরুল ইসলাম ফরহাদ, সেলিম রেজা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান সুজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক লিটন কুমার দাস, সদস্য জসিম উদ্দিন প্রমুখ।