• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন ॥ প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই

প্রকাশ:  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের আগুনে পরিষদের সচিবের অফিস কক্ষ ও তথ্য সেবা কেন্দ্রের প্রযুক্তিনির্ভর মেশিনসহ প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার অনুমানিক ভোর পাঁচটায় এই অগ্নিকা-ের ঘটনাটি ঘটেছে।
    ইউনিয়ন পরিষদের সচিব কামাল হোসেন জানান, ভোর পাঁচটার দিকে ইউনিয়ন পরিষদের কার্যলয়ে আগুন দেখে নৈশ প্রহরী মোহাম্মদ হোসেনের ডাক-চিৎকারে আশপাশের লোাকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা আমাকে ফোনে বিষয়টি জানালে আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি, আমার অফিস রুম ও তথ্য সেবা কেন্দ্র থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। অগ্নিকা-ের ফলে তথ্যসেবা কেন্দ্রের ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, ফটোকপি মেশিন, স্ক্যানার, বেশকিছু ভোটার আইডি কার্ড ও জন্ম নিবন্ধনের ফাইলসহ প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক জানান, কেরোসিন দিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদে আগুন লাগিয়ে দেয়।
    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এএইচএম মাহফুজুর রহমান জানান, অগ্নিকা-ের বিষয়টি জেনেছি। সচিবকে থানায় অভিযোগ করার নির্দেশ দেয়া হয়েছে। তদন্তপূর্বক আমরা জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।

 

সর্বাধিক পঠিত