আন্তর্জাতিক পর্যটন দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
চাঁদপুরে আন্তর্জাতিক পর্যটন দিবস উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শওকত ওসমানের সভাপতিত্বে বক্তারা বলেন, পর্যটন দিবস ও উন্নয়ন মেলা চাঁদপুর স্টেডিয়ামে করা হবে। আগামী ৪ থেকে ৬ অক্টোবর উন্নয়ন মেলা বড় কলেবরে স্টেডিয়ামের ভেতরে করা হবে। এ বছর পর্যটন দিবসে র্যালি ও আলোচনা সভা করা হবে। পর্যটন দিবসের বাকি প্রস্তাবনাগুলো উন্নয়ন মেলায় করা হবে। পর্যটন দিবস উপলক্ষে ওইদিন সকাল ১০টায় ইলিশ চত্বর থেকে র্যালি বের করা হবে। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ে এসে সমাপ্ত হবে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ বছর আমরা উন্নয়ন মেলাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করছি। পর্যটন দিবস উপলক্ষে বড় স্টেশন মোলহেডকে ব্র্যান্ডিংয়ের আওতায় এনে পর্যটন কেন্দ্র করা হয়েছে। কিন্তু এ স্থানে ভাঙ্গারি ব্যবসায়ীদের যেসব বস্তার স্তুূপ রয়েছে তা দ্রুত অপসারণ করা হবে। এ বছরের উন্নয়ন মেলায় সাংস্কৃতিক ও নাট্য সংগঠনগুলোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হবে।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, ডাঃ পীযূষ কান্তি বড়–য়া, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ মিজানুর রহমান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ ওমর ফারুক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শরীফ চৌধুরী, শহর পরিকল্পনাবিদ সাজ্জাত ইসলাম, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জিল হোসেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ হোসেন।