• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি : উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ

প্রকাশ:  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলার ৮৪নং আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মিড ডে মিল, স্কুল ড্রেস, খেলাধুলার সামগ্রী ও শিক্ষার উপকরণ বিতরণ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপ্রধানে ও সাংবাদিক ইসমাইল খান টিটুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
    বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়া ও মোজাম্মেল হক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মফিজুল ইসলাম, গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মজিবুর রহমান, সাংবাদিক জাকির হোসেন বাদশা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসী বেগম।
    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি ঘরে শিক্ষিত মা সৃষ্টির লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি। তাই সন্তানের শিক্ষা বিষয়ে মায়েদের সতর্ক থাকা চাই। মুক্তিযুদ্ধের চেতনায় একটি উন্নতশীল রাষ্ট্র গড়তে মায়েরা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। শিক্ষিত মা ব্যতীত একটি শিক্ষিত জাতি গড়া অসম্ভব। আর শিক্ষিত জাতি ছাড়া উন্নত রাষ্ট্র গড়া সম্ভব নয়। তিনি আরো বলেন, দেশে শিক্ষার হার ও পাসের হার বাড়ার পেছনে স্কুল শিক্ষিক/শিক্ষিকার পাশাপাশি মায়েরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে চলছে। আগামীতে মায়েরা আরো বেশি যতœবান ও দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশকে নিরক্ষরমুক্ত করে উন্নত রাষ্ট্রে পরিণত করবে। তিনি বলেন, প্রাথমিক স্তরে সরকার বড় বিনিয়োগ করেছে। এ বিনিয়োগ জাতি গঠনে ভূমিকা রাখার জন্যে সকলকে সজাগ থাকতে হবে। চলতি বছর থেকে প্রাথমিক স্তরে আর কোনো সঙ্কট থাকবে না। শিক্ষক সঙ্কট কাটিয়ে উঠেছে, জরাজীর্ণ স্কুল ভবন তেমন নেই বললেই চলে। প্রাথমিক স্তরকে যুগোপযোগী করতে সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।
    উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, আগামীতে যারা দেশের দায়িত্বভার নেবেন, তাদের গড়ার মুখ্য দায়িত্ব পালন করছেন মায়েরা। বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ, ঝরেপড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতামূলক সমাবেশ করতে হবে।  জাতি গঠনের প্রধান ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। জাতিকে বাঁচাতে হলে শিক্ষার মান নিয়ে কোনো সমঝোতা নয়।