• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সমান অধিকার পেলে মেয়েরাও অনেক কিছু করতে পারে : উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মিনা দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা  শিক্ষা অফিস দিবসটি উদ্যাপন উপলক্ষে  বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। র‌্যালিটি উপজেলা সদরের রাস্তা প্রদক্ষিণ করে। এরপর মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপ্রধানে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া ও থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, উপজেলা ইউপি চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি শামসুল হক চৌধুরী বাবুল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
    উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, শিশুদের অধিকার রক্ষার সচেতনতা বাড়াতে ১৯৯৮ সাল থেকে ২৪ সেপ্টেম্বর মিনা দিবস পালিত হয়ে আসছে। মিনা একটি উচ্ছল, প্রাণবন্ত ও সাহসী মেয়ের নাম। মিনা কার্টুন চরিত্রে মিনার বয়স নয় বছর। এ কার্টুনের আরও দুটি চরিত্রের নাম মিনার ভাই রাজু আর পোষা পাখি মিঠু। মিনা কার্টুনের গল্পগুলো তৈরির মাধ্যমে যৌতুককে না বলা, বাল্যবিয়েকে না বলা, ছেলে ও মেয়ে সন্তানকে সমান গুরুত্ব দেয়া, সমান অধিকার পেলে মেয়েরাও অনেক কিছু করতে পারে  সে বিষয়গুলো বুঝানো হয়েছে।
    তিনি আরো বলেন, লিঙ্গ বৈষম্যরোধ, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও শিশু নিরাপত্তার গুরুত্ব নিয়ে মিনা কার্টুনের গল্পগুলো তৈরি করা হয়। মিনার কার্টুন থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শিখার আছে। আমাদের সে শিক্ষা নিয়ে সামনে পথ চলতে হবে।

সর্বাধিক পঠিত