চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে নাটাবের যক্ষা বিষয়ক মতবিনিময় সভা
‘নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যক্ষ্মা রোগ সম্পর্কে ডায়াবেটিস রোগীদেরকে সচেতন করার উদ্দেশ্যে গতকাল ২৪ সেপ্টেম্বর রোববার সকালে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নাটাব চাঁদপুর শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডাঃ এম.এ. মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ খবির উদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যক্ষ্মা একটি অতি প্রাচীন ঘাতক ব্যাধি। প্রতি বছর বাংলাদেশে এ রোগে বহু লোক মৃত্যুবরণ করে এবং হাজার হাজার লোক এ রোগে আক্রান্ত হয়। পূর্বে এ রোগের কোনো চিকিৎসা ছিল না। কিন্তু বর্তমানে চিকিৎসা ও ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। যক্ষ্মা সম্পর্কে এখনও অনেক সামাজিক কুসংস্কার রয়েছে। অনেকেই যক্ষ্মাকে বংশগত ও ছোঁয়াচে রোগ মনে করে। যক্ষ্মা রোগে আক্রান্ত ব্যক্তির পরিবারের সাথে সম্পর্ক রাখতে চায় না। সচেতনতার অভাবই এর প্রধান কারণ। ডায়াবেটিস রোগীরা অনেকেই যক্ষ্মায় আক্রান্ত হয়। এ রোগীদের ডায়াবেটিস সম্পর্কে যেমন সচেতন হতে হবে তেমনি যক্ষ্মা সম্পর্কেও সচেতন হতে হবে। ডায়াবেটিস রোগীরা সাধারণত একটু দুর্বল বলে তাদেরকে সহজেই যক্ষ্মা আক্রমণ করতে পারে। যক্ষ্মা ও ডায়াবেটিস দুটিই মারাত্মক রোগ। সুতরাং এ দু’টি রোগ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটাবের ঢাকা প্রতিনিধি বিচিত্র চন্দ্র দাস, অধ্যাপক আহছানুজ্জামান, ডায়াবেটিক হাসপাতালের জুনিয়র সিস্টেম এনালিস্ট উজ্জ্বল হোসাইন, স্বাস্থ্য প্রশিক্ষক মুহাম্মদ জাকির হোসেন প্রমুখ। সভায় চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের কর্মকর্তাসহ অনেক সদস্য উপস্থিত ছিলেন।