• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে কমিউনিটি পুলিশিংয়ের মাদক বিরোধী সমাবেশ

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এলএলবি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শাহরাস্তিতে বাবাখোর থাকলে আমি থাকবো না। আমি থাকলে বাবাখোর থাকবে না। ইয়াবা ব্যবসায়ীদের সাথে পুলিশ সদস্যের সখ্যতার অভিযোগ পেলে তাদেরকেও ছাড় দিবো না। বাবাখোরদের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন। ইয়াবার কারণে বাংলাদেশ থেকে প্রতিদিন ৭ কোটি টাকা পাচার হচ্ছে। এলাকাবাসী সহযোগিতা না করলে এলাকাকে মাদকমুক্ত করা সম্ভব নয়। আপনারা আমাকে যে কোন সময় কল দিবেন, আমি আপনাদের কলে সাড়া দিবো, প্রয়োজনে আপনাদের এলাকায় আসবো। একজন মুসলমানের সামনে অন্যায় কাজ হলে তা হাত দ্বারা প্রতিহত করুন। হাত দিয়ে না পারলে মুখ দ্বারা প্রতিহত করুন। মুখ দ্বারা না পারলে অন্তর দ্বারা ঘৃণা করুন-এটা হলো দুর্বল ঈমানের পরিচয়।
    সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা মোঃ মনির হোসেন, মোঃ মানিক প্রমুখ।

ফোরামের সকল নেতা-কর্মী-সমর্থক ও দরদীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সংগঠনের সভানেত্রী কমরেড দিপালী দাস ও নুরজাহান বেগম।

সর্বাধিক পঠিত