মতলব উত্তরে অবৈধ বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে ১ জন নিহত
মতলব উত্তর উপজেলায় পুকুরের মাছ রক্ষার জন্যে অবৈধভাবে সংযোগ নেয়া বিদ্যুতের তারে জড়িয়ে মোফাজ্জল হোসেন (৫০) নিহত হয়েছেন। আর তাকে বাঁচানোর চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার নয়াকান্দি গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গজরা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের আমিনুল ইসলাম সরকারের পুকুরে কচুরিপানা পরিস্কার করতে নামেন মৃত ওয়াজউদ্দিন মৃধার ছেলে মোফাজ্জল হোসেন। পুকুর পাড়ে জিআই তারে বিদ্যুৎ সংযোগ থাকায় সে তারে তার হাত পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাথে সাথে তিনি মারা যান। এ সময় তাকে বাঁচাতে গিয়ে একই বাড়ির জমির মৃধার স্ত্রী খালেদা বেগম ও মানিক মৃধার স্ত্রী লাইজু বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। আহত খালেদা বেগমকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা নেয়া হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১৪ তাং ২১-০৯-১৮ খ্রিঃ।
নিহত মোফাজ্জল হোসেনের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, যাতে কেউ পুকুরে মাছ ধরতে না পারে সেজন্যে আমিনুল ইসলাম জিআই তারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। এ অবৈধ বিদ্যুৎ সংযোগ তারে জড়িয়ে আমার ভাই মারা যান।