জেব্রা ক্রসিংয়ের দাবিতে সড়ক অবরোধের চেষ্টা
চাঁদপুর শহরের ষোলঘরস্থ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে জেব্রা ক্রসিংয়ের দাবিতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কলেজ সংলগ্ন সামনের সড়কে এ ঘটনা ঘটে।
কলেজের একজন স্টাফ জানান, একজন শিক্ষার্থী কলেজে আসার সময় সিএনজিচালিত অটোরিক্সা তার পায়ের উপর উঠিয়ে দেয়। এতে ওই শিক্ষার্থী আহত হয়। এরপর কলেজের অন্য শিক্ষার্থীরা ওইস্থানে সড়ক অবরোধ করে।
এ ঘটনার কিছুক্ষণের মধ্যে সংবাদ পেয়ে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। জেলা প্রশাসক বলেন, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুলের কিছু উচ্ছৃঙ্খল ছাত্র একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর-কুমিল্লা প্রধান সড়ক অবরোধ করার চেষ্টা করে। তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। ছাত্রদের সাথে কথা বলেন এবং ছাত্রদের স্কুলে ফেরত পাঠান। এ ধরনের ঘটনা যেনো ভবিষ্যতে না ঘটে সেজন্যে তিনি শিক্ষার্থীদের সতর্ক করেন। স্কুলের প্রধান শিক্ষককে সতর্ক নজর রাখার জন্যে নির্দেশ দেন জেলা প্রশাসক।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।