সাংবাদিক মহসিনকে মধ্য দিঘলদী যুব সংগঠনের সংবর্ধনা
মধ্য দিঘলদী যুব সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মহসিন হোসেন চাঁদপুর সরকারি কলেজে অধ্যয়নরত মতলব উত্তর-দক্ষিণ উপজেলার সকল শিক্ষার্থী নিয়ে গঠিত ঐতিহ্যবাহী মতলব ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি নির্বাচিত হওয়ায় মধ্য দিঘলদী যুব সংগঠনের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সংগঠনের কার্যালয়ে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মুহাঃ শাহাদাত হোসেন প্রধানীয়ার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাঃ নাছির আহমেদ সাদ্দামের পরিচালানায় বক্তব্য রাখেন সংবর্ধিত মতলব ছাত্রকল্যাণ সংস্থার নবনির্বাচিত সভাপতি মুহাঃ মহসিন হোসেন, মধ্য দিঘলদী যুবসংগঠনের উপদেষ্টা মুহাঃ রফিকুল ইসলাম সরকার, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি ইব্রাহিম গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম রাব্বি সরকার, কোষাধ্যক্ষ মোঃ মোবারক হোসেন, সহ-কোষাধ্যক্ষ মুহাঃ নুরুল ইসলাম সরকার, প্রচার সম্পাদক শাকিল বেপারী, সহ-প্রচার সম্পাদক রাসেল গাজী, দপ্তর সম্পাদক রাসেল মাল, সহ-দপ্তর সম্পাদক জামাল সরকার, ক্রীড়া সম্পাদক এনামুল হক, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাঃ হারুন সরকার, ত্রাণ সম্পাদক মিজানুর রহমান, সহসমাজ কল্যাণ সম্পাদক মিলন গাজী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এমদাদ আহমেদ, সদস্য শরিফুল ইসলাম।