• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিদ্যালয় হতে ঝরেপড়া ভিক্ষুক পরিবারের সন্তানদের বিদ্যালয়মুখী করতে শাহরাস্তি ইউএনওর প্রশংসনীয় উদ্যোগ

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তি উপজেলার শিক্ষা ও উন্নয়নবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা সহায়ক কর্মকা-ে ব্যতিক্রমধর্মী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় উপজেলার ভিক্ষুক পরিবারের স্কুলপড়ুয়া সন্তান  যারা দারিদ্রতার কারণে প্রাথমিক বিদ্যালয় হতে ঝরে পড়েছে তাদের স্কুলে ফিরিয়ে আনার জন্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন।
    উপজেলার নির্ধারিত ১০০ জন ভিক্ষুককে গত একবছর যাবৎ একটি বাড়ি একটি খামারের আওতায় আত্মনির্ভরশীলতার নানা প্রশিক্ষণ দেয়া হয়। এর মধ্যে ৫০ জনকে স্বাবলম্বী করার জন্যে সম্প্রতি উপজেলা পরিষদ হতে ব্যাটারীচালিত অটোরিক্সা-ভ্যান প্রভৃতি দেয়া হয়। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় হতে তাদের ঝরেপড়া সন্তানদেরকেও স্কুলে ফিরিয়ে আনতে তাদের মাঝে খাত-কলম, পেন্সিল, ব্যাগসহ অন্যান্য শিক্ষাসামগ্রী প্রদান করা হয়।
    এক প্রশ্নের উত্তরে তিনি জানান, পর্যায়ক্রমে সকল ভিক্ষুক ও তাদের পরিবারকে উদ্যোগের আওতায় নিয়ে আসা হবে। ব্যতিক্রমী এ উদ্যোগের ফলে অনেক হতদরিদ্র মানুষের মাঝে এখন হাসি ফুটে উঠেছে। তাদের সন্তানরা আবার স্কুলে যেতে পারছে।

 

সর্বাধিক পঠিত