• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ অনুষ্ঠান

নিরাপদ সড়কের জন্যে সকলকেই সচেতন করতে হবে : সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নিরাপদ সড়ক নিশ্চিত করতে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির দুলাল মালের সৌজন্যে স্কাউট ও রোভার গ্রুপের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে এই লিফলেট বিতরণ করেন।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলকেই সচেতন হতে হবে। একমাত্র সচেতনতাই পারে আমাদেরকে নিরাপদ সড়ক দিতে। আমরা সকলে যদি যার যার অবস্থান থেকে নিরাপদ সড়কের জন্যে সচেতনতামূলক প্রচারে এগিয়ে আসি, তাহলে বর্তমান সরকার যে নিরাপদ সড়কের আইন করেছে, তা বাস্তবে বাস্তবায়ন সম্ভব হবে।
    তিনি বলেন, গাড়ি চালালে সাবধানে চালাতে হবে। কোনোভাবে গাড়ি অসাবধানে চালানো যাবে না। মানুষের জীবন অনেক মূল্যবান, একজন চালকের হাতে শত শত মানুষের দায়িত্ব নির্ভর করে। সেদিকে খেয়াল রেখে অবশ্যই চালকদের গাড়ি চালাতে হবে। এ জন্য ছাত্র-ছাত্রীরা বাসা বাড়িতে গিয়ে সকলের বাবা-মা, ভাই-বোনকে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক গড়া সম্ভব হবে।
    অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত মৌসুমী প্রতিযোগিতা ২০১৮-এ উপস্থিত বিতর্ক ইভেন্টে চাঁদপুর জেলায় চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখা বিতর্ক দলের চার বিতার্কিককে সংবর্ধনা দেয়া হয়।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, সিনিয়র শিক্ষক শহীদুল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনির গাজী, স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সদস্য সেলিম খান, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পাল, সহকারী শিক্ষক মাসুদুর রহমান, মাহবুবুর রহমান জুয়েল, আক্তার হোসেনসহ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ সমাজের সুধীজন।
    সংবর্ধিত চার বিতার্কিকরা হলো সানজিদা আক্তার নীলা, শামিমা আক্তার, তৌফিক বিন সুলতান, সানজিদা খানম সেতুমনি।

সর্বাধিক পঠিত