• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সুকন্যা বর্মন নামে ৮ম শ্রেণির এক ছাত্রী পাঁচদিন যাবৎ নিখোঁজ

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সুকন্যা রাণী বর্মন (১৪) নামে এক স্কুল ছাত্রী গত পাঁচদিন যাবৎ নিখোঁজ রয়েছে। মেয়েটি চাঁদপুর সদর উপজেলার হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৮ম শেণির ছাত্রী। চাঁদপুর মডেল থানা সূত্র জানায়, মেয়েটি গত ১৬ সেপ্টেম্বর সকাল ৯টায় বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে আর বাড়ি ফিরেনি। যাবার সময় মেয়েটি ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে তার বাবা খোকন চন্দ্র বর্মন চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ১৮ সেপ্টেম্বর এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।