ইউরেশিয়ান উইমেন্স ফোরাম ও জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ডাঃ দীপু মনির রাশিয়া ও যুক্তরাষ্ট্রে গমন
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি এমপি Deputy Chairperson of the Council of Federation of the Federal Assembly of the Russian Federation--এর আমন্ত্রণে কমনওয়েলথ সদস্যভুক্ত একশ’ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে Second Eurasian Women Forum সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে গতকাল ১৮ সেপ্টেম্বর রাত ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে রাশিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। তিনি ২০-২১ সেপ্টেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ Second Eurasian Women Forum সম্মেলনে অংশগ্রহণ করে নারী উন্নয়ন ও বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
২১ সেপ্টেম্বর সম্মেলন শেষ করে রাতে তিনি দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। ২৩ সেপ্টেম্বর তিনি দুবাই থেকে জাতিসংঘের আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আবুধাবি আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন শেষ করে তিনি ২৯ সেপ্টেম্বর-২০১৮ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশে ফিরবেন। উক্ত সফর সমূহ সফলভাবে শেষ করে সুস্থভাবে দেশে ফিরতে পারেন সেজন্যে তিনি তাঁর প্রাণপ্রিয় চাঁদপুরবাসীর কাছে দোয়া কামনা করেন। তিনি নৌকার জয়ের জন্যে প্রচারণা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কমনা করেন।