• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে ২৫ ও ২৬ সেপ্টেম্বর স্মার্টকার্ড বিতরণ

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে জাতীয় স্মার্টকার্ড বিতরণ করা হবে। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার পুরুষ ভোটারদের আর ২৬ সেপ্টেম্বর বুধবার নারী ভোটাদের। এ কার্ড বিটি রোডস্থ ষোলঘর উচ্চ বিদ্যালয়ে প্রতিদিন সকাল সাড়ে ৮ থেকে বিকেল ৫টা পর্যন্ত দেয়া হবে। এ তথ্য নিশ্চিত করেছেন পৌর ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক বেপারী।
    স্মার্ট আইডিকার্ড সংগ্রহের জন্যে প্রত্যেক ব্যক্তির কাছে সংরক্ষিত জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে এবং লেমিনেটেড কার্ড জমা দিতে হবে। কেন্দ্রে ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেয়া হবে। যার কার্ড তিনি ছাড়া অন্য কেউ গেলে দেয়া হবে না। নির্ধারিত দিন ও সময়ে কেন্দ্রে জাতীয় পরিচয়পত্রসহ উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ জানানো হয়েছে।

    জাতীয় পরিচয়পত্র হারিয়ে যাওয়ার ক্ষেত্রে : যারা কাগজে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন, তারা যে কোনো সোনালী ব্যাংক/ট্রেজারি শাখায় (চিত্রলেখা মোড়, মুজাম্মেল প্লাজা) চালানের মাধ্যমে নির্ধারিত ফি (জরুরি ফি ভ্যাটসহ ৩শ’ ৪৫ টাকা) জমা দিয়ে উপরে উল্লেখিত কেন্দ্র থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

    নিবন্ধন স্লিপ হারিয়ে যাওয়ার ক্ষেত্রে : যাদের ভোটার নিবন্ধনের সময় প্রদান করা নিবন্ধন স্লিপ হারিয়ে গেছে কেবল মাত্র ১৫নং ওয়ার্ডের বাসিন্দা ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি রেজিস্ট্রারে ভোটারের নাম, পরিচয়পত্র নম্বর ও ভোটারের স্বাক্ষর আছে এমন ব্যক্তিরই স্মার্টকার্ড সংগ্রহের সুযোগ আছে। এক্ষেত্রে কোনো জিডি করতে হবে না। শুধুমাত্র জন্মনিবন্ধন সনদ নিয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করে জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ করতে হবে।

    জাতীয় পরিচয়পত্র পাননি, কিন্তু স্লিপ আছে : যেসব ব্যক্তি জাতীয় পরিচয়পত্র পাননি, কিন্তু নিবন্ধন স্লিপ আছে, তাদের মূল নিবন্ধন স্লিপসহ স্মার্টকার্ড বিতরণের নির্ধারিত কেন্দ্র্রে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।