• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ হারুন অর রশিদ

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে মোঃ হারুন অর রশিদ চৌধুরী যোগদান করেছেন। গত ১৫ সেপ্টেম্বর শনিবার রাতে ফরিদগঞ্জ থানায় তিনি এ পদে যোগদান করেন। মোঃ হারুন অর রশিদ চৌধুরীর বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার হাসানপুর গ্রামে। তিনি ১৯৯৬ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। অতঃপর তিনি ২০১০ সালে পদোন্নতি পেয়ে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানায় ও সর্বশেষ তিনি নোয়াখালী জেলার সেনবাগ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। মোঃ হারুন অর রশিদ চৌধুরী ইতিপূর্বে ২০০৬ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আইভরিকোস্টে ও ২০১২ সালে লাইবেরিয়াতে অংশগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক।
    ফরিদগঞ্জ থানায় যোগদানের পর তিনি তাঁর ব্যক্তিগত অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, বিগত অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম যেভাবে ফরিদগঞ্জবাসীর আপনজন হিসেবে পরিচিত হয়েছেন, সে ধারা অব্যাহত থাকবে। এর বাইরে মাদক, জঙ্গিবাদ এবং সমাজের মধ্যে থাকা নানা অসামাজিক কর্মকা- দূর করতে আমি বদ্ধপরিকর। এদিকে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কুমার দাশও বিদায় নিয়েছেন। সোমবার রাতে তিনি আনুষ্ঠানিক বিদায় নেন। তিনি ঢাকা রেঞ্জে যোগ দিবেন।