• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বড়স্টেশনে ‘পরিবর্তন চাই’ সংগঠনের দেশটাকে পরিষ্কার করি দিবস পালন

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশের ১শ’ ৬৪টি স্থানের মতো চাঁদপুরের বড়স্টেশন মোলহেডে পরিবর্তন চাই সংগঠনের উদ্যোগে ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস পালিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর শনিবার এ আয়োজনের অংশ হিসেবে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বড়স্টেশন মোলহেডের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ্ আল মাহমুদ জামান।
    তিনি তাঁর বক্তব্যে বলেন, সুস্থ সমাজ বিনির্মাণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সেজন্যে প্রত্যেককে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে হবে। ডাস্টবিনের ব্যবহার বাড়াতে হবে। বড়স্টেশনের পরিবেশ যদি পরিচ্ছন্ন থাকে তাহলে পর্যটকরা এসেও মুগ্ধ হবে। যেখানে-সেখানে ময়লা আবর্জনা না ফেলার জন্যে সচেতনতা বাড়াতে হবে। পরিবর্তন চাই সংগঠনটি আজ যে আয়োজন করলো তা আমাকে অভিভূত করেছে। আশা করছি এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে। চাঁদপুর জেলা প্রশাসন এ ধরনের কাজে সবসময় পাশে থাকবে বলেও তিনি জানান।
    ‘পরিবর্তন চাই’ সংগঠনের চাঁদপুর শাখা কমান্ডার রতœা আক্তারের সভাপ্রধানে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার এএসআই মোঃ মোরশেদুল ইসলাম, বসির উদ্দিন ও চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ফরিদা ইলিয়াছ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের ডেপুটি কমান্ডার জয় ঘোষ ও রাজিব দাস। পরে ডাস্টবিন ও পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা বৃদ্ধিসহ নানা দাবি উপস্থাপন করে প্রধান অতিথির হাতে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি তুলে দেয়া হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবকরা সর্বসাধারণের কাছে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ও সকলকে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার জন্যে উদ্বুদ্ধ করেন।
    এসময় চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাব, চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন রোটার‌্যাক্ট ক্লাব, চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাব, তারুণ্যের অগ্রদূত, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চাঁদপুর ইউনিটি, স্কুল অব হিউম্যানিটির সদস্যসহ বিভিন্ন কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে।

সর্বাধিক পঠিত