• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রতিবন্ধীরা এখন দেশের সকল কাজে অংশগ্রহণ করছে : উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ

প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলার প্রাইমারী স্কুলে পড়–য়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২টায় শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার মায়া বীরবিক্রম অডিটরিয়ামে প্রতিবন্ধী ১৬ শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ারসহ অন্যান্য উপকরণ  বিতরণ হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ জয়নাল আবেদীন, সহকারী শিক্ষা অফিসার মুজাম্মেল হক, সহকারী শিক্ষা অফিসার ওয়ালি উল্যাহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, অভিভাবক, বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও সুবিধাভোগী শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, অভিভাবক, বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও সুবিধাভোগী শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী ১৬ শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার, চশমা, হিয়ারিং এইড বিতরণ করা হয়।
    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, প্রতিবন্ধী কারো বোঝা নয়। প্রতিবন্ধী এখন কোনো লজ্জার বিষয়ও নয়। প্রতিবন্ধীরা এখন দেশের সকল কাজে অংশগ্রহণ করছে। প্রতিবন্ধীদের জন্যে গণসচেতনতা সৃষ্টি হয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষসহ বিত্তবানরা প্রতিবন্ধীদের সহযোগিতায় এগিয়ে আসছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চাকরিতে প্রতিবন্ধী কোটা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর মেয়ে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন।
    তিনি আরো বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে নিয়মিত স্কুলে আসে সে বিষয়ে নজর রাখতে হবে। তাদেরকে উৎসাহ দিতে হবে। বিদ্যালয় থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে তার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঝরে পড়া রোধে বর্তমান সরকার তাদের জন্যে নানা রকম প্রকল্প গ্রহণ করেছেন। তাদের ব্যবহারের জন্যে এ ধরনের উপকরণ একটি প্রকল্পের অংশ। সবার একটি বিষয় মনে রাখতে হবে, ওরা আমাদেরই  সন্তান।