এ টুর্নামেন্টের খেলোয়াড়রাই আগামী দিনে জাতীয় ফুটবল দলের নেতৃত্ব দিবে : ডাঃ দীপু মনি এমপি
চাঁদপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-এর জেলা পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতার ভাষণ আজ বিশ্বে স্বীকৃতি পেয়েছে। এই রণধ্বনি দিয়েই বাংলাদেশ স্বাধীন করা হয়েছিলো। যারা স্বাধীনতাকে উল্টে দিতে চেয়েছিলো তারাই সেদিন বঙ্গবন্ধুর ভাষণকে নিষিদ্ধ করেছিলো। তারা ১৯৭১, ৭৫, ২০০১, ২০০৪ ও ২০০৬-এর খুনি। শুধু তাই নয় ২০১৩, ১৪ ও ১৫ সালে এরা মানুষ পুড়িয়ে হত্যা করেছিলো। এই ক্রীড়া অনুষ্ঠান শুধু খেলোয়াড় নয়, সকলের মনে খেলোয়াড় সুলভ মনোভাব সঞ্চার করবে। আজকে আমাদের অঙ্গীকার করতে হবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার।
তিনি আরো বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্যে আমরা সকল অপশক্তিকে রুখে দাঁড়াবো। আর সে জন্যে আমরা আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেব এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করবো। শেখ হাসিনার মাধ্যমে এই বাংলাদেশ এগিয়ে যাবে তার সঠিক গন্তব্যে। ক্রীড়ায় আমাদের অনেক সাফল্য রয়েছে। আজ সারা বিশ্ব দেখছে আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি। ফুটবলে আমরা একটু ঝিমিয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের মেয়েরা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি বিশ^াস করি, চাঁদপুরে যারা অনেকদিন ধরে তৃণমূল থেকে খেলাধুলা করে এসে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) খেলছে তাদের মাধ্যমে আমাদের আগামী দিনের জাতীয় দল তৈরি হবে। তাদের মাধ্যমে বিশ্ব দরবারে ফুটবলে আমরা সরব অবস্থা ঘোষণা করতে পারবো এবং বিজয় ছিনিয়ে আনতে পারবো।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমানের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা শিক্ষা অফিসার সফিউদ্দিন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছ, জেলা তথ্য অফিসার মোঃ নূরুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহির পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল পাটওয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক, জেলা স্কাউটস্ কমিশনার অজয় কুমার ভৌমিক, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ডিএম শাহাজাহান, মামুনুর রহমান দোলন, নাছির চোকদার, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছসহ বিভিন্ন অতিথিবৃন্দ। উদ্বোধনী খেলায় সদর উপজেলাকে ৩-১ গোলে পরাজিত করে চাঁদপুর পৌরসভা। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ মাওঃ সিরাজুল ইসলাম ও গীতা পাঠ করেন বিমল চন্দ্র দে। শুরুতে জাতীয় ও জেলার সকল উপজেলার পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও বেলুন আকাশে উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। খেলার উদ্বোধন শেষে মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করেন পুনাক ও জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা।
সূত্র : চাঁদপুর কণ্ঠ