• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং উন্নয়ন মেলা-২০১৮ উদযাপন প্রস্তুতি সভা

এবার মেলায় চাঁদপুর জেলার সকল উন্নয়ন চিত্র তুলে ধরা হবে : জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান পিএএ

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং উন্নয়ন মেলা ২০১৮ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল ১৬ সেপ্টেম্বর সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান পিএএ। সভার শুরুতে গতমাসের প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, জেলা শিক্ষা অফিসার মোঃ শফি উদ্দিন, জেলা নির্বাচন অফিসার মোঃ নূরুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান প্রমুখ। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর জেলায় ৪র্থ উন্নয়ন মেলা ২০১৮  আগামী ৪, ৫ ও ৬ অক্টোবর চলবে। তিন দিনব্যাপী এই মেলা চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতি বছরই উন্নয়ন মেলা হয়। কিন্তু এবারের মেলার গুরুত্ব অনেক বেশি। সরকারের গৃহীত উন্নয়ন কর্মকা-গুলো জনগণকে জানানোর জন্যেই এই মেলার ব্যাপক আয়োজন থাকছে এবার। এজন্যে চাঁদপুর জেলার সকল বিভাগের উন্নয়ন চিত্র তুলে ধরার জন্যে পৃথক পৃথক স্টল থাকতে হবে। মেলা শুরুর আগেভাগে যেনো স্ব স্ব বিভাগ থেকে উন্নয়ন মেলায় অংশ নেয়ার বিভিন্ন দিক জেলা প্রশাসনকে অবগত করা হয়। তিনি উন্নয়ন মেলা সফল করার জন্যে সবার সহযোগিতা কামনা করেন।
    এছাড়াও জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আরো বলেন, সভায় ঔষধ প্রশাসন অধিদপ্তর, বিটাক, রেলওয়ে স্টেশন, বিআইডাব্লিউটিএ, বিআইডাব্লিউটিসি, সমুদ্র জাহাজ পরিদর্শক কর্মকর্তা বা তাদের প্রতিনিধিরা মিটিংয়ে আসেন না। কেন আসেন না তাদের চিঠি দিয়ে জানাতে হবে। প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানের আপডেট তথ্য জানাতে হবে। যে সকল বিভাগ তথ্য প্রদান আপটুটেড রাখবে না তাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হবে। জেলার উন্নয়ন চিত্রসহ কাজের অগ্রগতি এবং প্রকল্প বাস্তবায়ন বিষয়গুলো জানাতে বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা থাকতে হবে।
    নবাগত পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর জেলা পুলিশের সাথে অন্যান্য সকল বিভাগের সম্পর্কটা সুন্দর থাকবে। যে কোন প্রবলেম আমাকে অবগত করবেন, আমি পদক্ষেপ নিবো। তিনি আইনশৃঙ্খলা উন্নয়নের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।
    উন্মুক্ত আলোচনায়  যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, তার অফিসে বিটিসিএলের সংযোগ নেই। অফিসিয়াল কাজকর্মে অসুবিধা হচ্ছে। জেলা নির্বাচন অফিসার জানান, আগামী ৩ অক্টোবর হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে শাহরাস্তি উপজেলার টামটা দঃ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ৩০ সেপ্টেম্বর চাঁদপুর পৌর এলাকার স্মার্টকার্ড বিতরণ শেষ হবে। এরপর শুরু হবে ইউনিয়ন পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ। এই তিনটি বিষয়ে নিরাপত্তার প্রয়োজনে পুলিশ ফোর্স বাড়িয়ে দেয়ার জন্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। আর কোনো আলোচনা না থাকায় জেলা প্রশাসক উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানান।
    চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আনোয়ারুল আজিম, সিভিল সার্জন ডাঃ সাইদুজ্জামান, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালকসহ উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।