• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসানের বিলবোর্ডসহ পিকআপ ছিনতাই

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসানের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড ও ব্যানার-ফেস্টুনসহ পিকআপ ছিনতাই করা হয়েছে। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে বাবুরহাট এলাকা থেকে মতলব উত্তর ও দক্ষিণ এলাকায় যাওয়ার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
    মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান অভিযোগ করে বলেন, আমি সরকারের নানা উন্নয়ন কর্মকা-ের ছবিসম্বলিত ‘নৌকায় ভোটদিন’ শ্লোগানে পোস্টার ও বিলবোর্ড করছিলাম মতলব উত্তর-দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে সাঁটানোর জন্যে। এগুলো ধারাবাহিকভাবে ওখানে পাঠাচ্ছিলাম। এরই ধারাবাহিকতায় আজ (রোববার) রাত ১০টার দিকে চাঁদপুর থেকে পিকআপ গাড়িতে করে ২ হাজার পোস্টার, দেড়শ’ বিলবোর্ড মতলব উত্তর ও দক্ষিণে পাঠাচ্ছিলাম। কিন্তু পথিমধ্যে পিকআপটি বাবুরহাটে যাওয়ার পর মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাদল, মতলব দক্ষিণ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল-আমিন ফরাজি, ছাত্রলীগ নেতা লাল শরীফ ও উত্তর থানা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজের নেতৃত্বে ২০-২৫টি মোটরসাইলযোগে প্রায় ৫০ জন লোক এসে ওই পিকআপটি আমার লোকজনের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। তারা যাওয়ার পথে যেখানেই আমার পোস্টার দেখেছে সবই ছিঁড়ে ফেলেছে। এ ঘটনার পর আমি বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছি। পুলিশ সুপার আমাকে বলেছেন, তিনি বিষয়টি দেখছেন এবং সংশ্লিষ্ট থানাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিচ্ছেন। কিন্তু রাত ১২ পর্যন্তও পিকআপ গাড়ি এবং পোস্টার, বিলবোর্ড ফেরত পাইনি।
    তিনি আরো বলেন, যদি রাতের মধ্যে গাড়ি এবং পোস্টার বিলবোর্ড ফেরত না পাই তাহলে কাল (সোমবার) থানায় লিখিত অভিযোগ করবো। তাঁর অভিযোগ, এর আগেও গত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ছবিসম্বলিত আমার ব্যানার-ফেস্টুন তারা ছিঁড়ে ফেলে।
    এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএসএম ইকবাল হোসেন বলেন, আমি ছুটিতে আছি। তবে বিষয়টি আমি শুনেছি। আমি দেখছি।