ফরিদগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষকদের আরো দায়িত্ববান হতে হবে : অতিরিক্ত সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী
শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ফরিদগঞ্জ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও প্রশাসন) মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি দেশের উন্নয়নে যেমন সরকার প্রধানের আন্তরিকতা ও কর্মস্পৃহা প্রয়োজন, তেমনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অগ্রগণ্য। তিনি বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে শিক্ষার্থী সহজেই তাদের পাঠ সম্পর্কে ধারণা পাবে। শিক্ষার্থীরা শিক্ষকের বিষয়ে ভীতসন্ত্রস্ত না হয়ে যেনো বন্ধু ভাবে। একইভাবে শিক্ষার্থীদের মাথা থেকে পরীক্ষা নামক ভুতটি যত বেশি দ্রুত নামানো যাবে ততোই তারা ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে আগ্রহী হবে। প্রত্যেক শিক্ষার্থীকে তার মেধা অনুসারে লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। অযথা একগাদা বই সামনে দিয়ে মেধা নষ্ট করা যাবে না। আপনাদের এ ব্যাপারে আরো জোরালো ভূমিকা নিতে হবে। অর্থাৎ শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষকদের আরো দায়িত্ববান হতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষকদের সকল দাবি মেনে নিয়েছে। তাই শিক্ষকদের দায়িত্ব তার ফিডব্যাক দেয়া। আধুনিক প্রযুক্তি ব্যবহার, মানসম্পন্ন শিক্ষা প্রদান এবং শিক্ষার্থীদের ঝরেপড়া রোধই তার অন্যতম ফিডব্যাক।
ইউএনও এএইচএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান। একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী, রামদাসেরবাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান খন্দকার প্রমুখ।
পরে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে সকল শিক্ষার্থীর মাঝে এ সংক্রান্ত লিফলেট বিলি করা হয়।