• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জের সেকদীতে বিদ্যুতায়ন উদ্বোধন

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

    গতকাল ১৬ সেপ্টেম্বর রোববার ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের সেকদী গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীনে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। এ বিদ্যুৎ সংযোগ আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ গ্রামেরই কৃতী সন্তান অধ্যাপক মোহাম্মদ হোসেন খান। প্রাথমিকভাবে ৭৩ জন গ্রাহককে এ বিদ্যুতায়নের আওতায় আনা হয়। পরে আরও ক’জন গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং বালিথুবা পশ্চিম ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান পাটোয়ারী। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন রুবেল পাটোয়ারী, রাসেল পাটোয়ারী, কামরুল ইসলাম বাবুল, তানভীর আহমেদ, বিল্লাল মাস্টার, নূর আলম মাসুদ, পল্লী বিদ্যুতের কর্মকর্তা হারুন অর রশিদ, বিল্লাল হোসেন পাটওয়ারী, মাঈনুদ্দিন খান প্রমুখ।
    এ গ্রামে পল্লী বিদ্যুৎ সরবরাহে জনসাধারণ সন্তোষ প্রকাশ করেন এবং বর্তমান সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বাধিক পঠিত