• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়নে স্বল্পমূল্যে খাদ্য বিতরণ

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়নে প্রতিবারের ন্যায় এবারও স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর সকালে ইসলামাবাদ ইউনিয়নের ডিলার কাজী মোস্তফা কামাল পশ্চিম সুজাতপুরস্থ গোডাউনে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
    এ সময় কাজী মোস্তফা কামাল বলেন, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন)-এর সার্বিক সহযোগিতায় অন্যান্যবারের মতো এবারও স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ করছি। সরকারের উদ্যোগে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়ার কার্যক্রমের আওতায় ১০ টাকা কেজি মূল্যে চাউল বিতরণ করা হয়। প্রতি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল প্রদান করা হয়। অত্র ইউনিয়নে মোট ৩৯৬ জন সুবিধাভোগীর মাঝে চাউল বিতরণ করছি।