• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সৌজন্যে

ইকরা মডেল একাডেমিতে বৃক্ষরোপণ ও সিলিংফ্যান বিতরণ

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার ইক্রা মডেল একাডেমির ক্যাম্পাস-২ (জুনিয়র হাইস্কুল শাখা) প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর পৃষ্ঠপোষকতায় বৃক্ষরোপন কর্মসূচি ও সিলিং ফ্যান বিতরণ ১৬ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর প্রেসিডেন্ট লায়ন কাজী মাহবুবুল হক, গেস্ট অব অনার ছিলেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোস্তাক হায়দার চৌধুরী। অতিথি ছিলেন লায়ন আহসান উল্ল্যা খান বাতেন, লায়ন বিএম হারুন অর রশিদ, লায়ন জিকরুল আহছান, লায়ন মোঃ খোরশেদ আলম বাবুল, লায়ন আবুল কালাম আজাদ, লায়ন মোঃ কামরুল ইসলাম, লায়ন মোঃ শাখাওয়াত হোসেন, লায়ন আলমগীর হোসেন জুয়েল, লায়ন মোঃ জামাল সাকির ও লায়ন আব্দুল লতিফ তপাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সেক্রেটারী লায়ন মোঃ মফিজুল ইসলাম খান সেলিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইক্রা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা লায়ন মোঃ গোলাম হোসেন টিটো। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইক্রা মডেল একাডেমির ছাত্র তানজিম ই আবদুল্লা তৃপ্ত। গীতা পাঠ করেন প্রতিভা লোধ। অনুষ্ঠানের অতিথিদের সম্মানে দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। পরে অতিথিগণ ছাত্র-ছাত্রী ও বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট সিলিংফ্যান হস্তান্তর করেন। পরিশেষে সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক অভিভাবকগণকে নিয়ে অতিথিগণ একাডেমি প্রাঙ্গণে ফলদ, বনজ, ভেষজ গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ শাহ্ আলম হোসেন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপাধ্যক্ষ আসমা খানম, সিনিয়র সহকারী শিক্ষক রুমা আক্তার, সহকারী শিক্ষক রেজাউল করিম ও নাছরিন আক্তার।