• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জিলানী চিশতী কলেজ ও হাইস্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন, গণসংবর্ধনা ও সুধী সমাবেশ

আমাকে আবার নির্বাচিত করলে এলাকার উন্নয়নে যা দরকার তাই করবো : সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি বলেছেন, সারা বাংলাদেশের মধ্যে এ অঞ্চলকে সমৃদ্ধ করার জন্যে আমার যা যা করার দরকার তাই করবো। আমি সাড়ে নয় বছর নিরলসভাবে আপনাদের সেবা করতে চেষ্টা করেছি, আমি আমার মন ও মেধা দিয়ে আপনাদের সেবা করার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো এখনো অনেক কাছ বাকি রয়েছে। পিছিয়ে থাকা একটি অঞ্চল মাত্র নয়-দশ বছরে উন্নয়ন ও সমৃদ্ধ করা সম্ভব নয়। তাই বাকি কাজগুলো করার জন্যে আপনারা আমাকে যদি আরেকবার সুযোগ দেন তাহলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো।
    গতকাল শনিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় শাহতলী জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত এটি আহম্মেদ হোসাইন রুশদী একাডেমিক ভবন উদ্বোধন, গণসংবর্ধনা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দীপু মনি এমপি এসব কথা বলেন।
    তিনি আরো বলেন, আজকের আয়োজক আপনাদের এলাকার কৃতী সন্তান সাংবাদিক এবং এই প্রতিষ্ঠানগুলোর সভাপতি সোহেল রুশদী শিক্ষার জন্যে এ অঞ্চলে কাজ করছেন। তিনি তার স্বাগত বক্তব্যে এ এলাকার কী কী উন্নয়ন হয়েছে তা বলেছেন। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যানও তার বক্তব্যে উন্নয়নের চিত্র তুলে ধরেছেন। তাই আমি আর সেদিকে যাচ্ছি না। আমি শুধু বলবো, আগামী নির্বাচনে আপনারা আবারো নৌকা মার্কায় ভোট দিলে আমি আপনাদের এলাকার সকল চাহিদা পূরণ করবো। আজকের অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেয়ায় আয়োজক কৃর্তপক্ষ সাংবাদিক সোহেল রুশদীকে ধন্যবাদ জানাই।

    দীপু মনি বলেন, শাহতলী কামিল মাদ্রাসার বহুতল ভবন ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ব্যবস্থা নেবো ইনশাল্লাহ। সভাপতি আর সে সব দাবি করেছেন তা পূরণের জন্যে যা করণীয় তাই করবো। তিনি উপস্থিত জনতার কাছে প্রশ্ন রেখে বলেন, আমার কারণে কি আপনাদের কোনো সুনাম ক্ষুণœ হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে উন্নয়নের চিত্র জনগণের মাঝে আপনারা তুলে ধরবেন এবং আগামী নির্বাচনে আমাকে নৌকা মার্কায় ভোট দেবেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকে জিলানী চিশতী কলেজের নব-নির্মিত এটি আহম্মেদ হোসাইন রুশদী একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। তাই চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনি আপাকে কৃতজ্ঞতা জানানোর জন্যে আজকের এই গণ-সংবর্ধনা ও সুধী সমাবেশের আয়োজন করা হলো। আমরা এ অনুষ্ঠান থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সরকারের আমলে উন্নয়নের জোয়ার বয়েছে। যা বিগত কোনো সময়ে হয়নি। চাঁদপুরে ডাঃ দীপু মনি এমপির আবেদনে চাঁদপুর স্টেডিয়ামের জনসমুদ্রে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি মেডিকেল কলেজের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তা বাস্তবায়ন হচ্ছে। এছাড়া তিনি সাংবাদিকদের জন্যে একটি বহুতল ভবন চাঁদপুর প্রেসক্লাব করে দিয়েছেন। আমরা ডাঃ দীপু মনি আপা এবং এ সরকারের কাছে কৃতজ্ঞ।
    তিনি আরও বলেন, আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। ঘোষেরহাট থেকে শাহতলী কলেজ রোড শাহতলী রেল স্টেশন পর্যন্ত পাকাকরণের কাজ চলছে। এছাড়া শিক্ষার মানোন্নয়নে জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ব্যাপক উন্নয়ন হয়েছে। সর্বশেষ উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলাবিশিষ্ট ভবন নির্মাণের জন্যে টেন্ডার হয়েছে। আমরা ডাঃ দীপু মনি এমপি মহোদয়ের কাছে শাহতলী কামিল মাদ্রাসার জন্যে ৫তলা একাডেমিক ভবন ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবন (৪ তলা) দেয়ার জন্যে দাবি জানাচ্ছি। এছাড়া এমপি মহোদয়ের কাছে জিলানী চিশতী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র এবং বঙ্গবন্ধু সড়কটি দীর্ঘ করে মধুরোড পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানাচ্ছি।
    জিলানী চিশতী কলেজ গভর্নিংবডির অভিভাবক সদস্য ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জিলানী চিশতী কলেজ গভর্নিংবডির সদস্য মাওলানা আব্দুল হালিম গাজী, গীতা পাঠ করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার ও জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীবৃন্দ।
    অনুষ্ঠানের শুরুতে কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত এটি আহম্মেদ হোসাইন রুশদী একাডেমিক ভবনের ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন করেন ডাঃ দীপু মনি এমপি। এ সময় জিলানী চিশতী কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ ও প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
    উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের উন্নয়ন নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন জিলানী চিশতী কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী, কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র সরকার।
    এছাড়া শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনসহ শিক্ষকম-লী। উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদারসহ শিক্ষকম-লী।
    এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শাহমাহমুদপুর ও মৈশাদী ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ নেতৃবৃন্দ ডাঃ দীপু মনি এমপিকে ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, ডাঃ দীপু মনি এমপি প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আসলে তাঁকে ফুল ছিটিয়ে বরণ করে নেন স্থানীয় কলেজ ও হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা।

 

সর্বাধিক পঠিত