নিষিদ্ধ সময়ে জেলেদের ইলিশ না ধরতে উদ্বুদ্ধকরণে ৪ দিনব্যাপী মেঘনাপাড় ইলিশ স্কাউট ক্যাম্প উদ্বোধন
স্কাউটিং মানুষকে সুশৃঙ্খল ও স্বাবলম্বী হতে শেখায় : ডাঃ দীপু মনি এমপি
চাঁদপুরে মেঘনাপাড় মুক্ত স্কাউটস্ গ্রুপের ৫০ বছরপূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী ১ম মেঘনাপাড় ইলিশ স্কাউট ক্যাম্পের উদ্বোধন হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১২টায় ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্প এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি এমপি। নিষিদ্ধ সময়ে জেলেরা যাতে ইলিশ না ধরে সেজন্যে জেলেদের উদ্বুদ্ধ করা এবং জেলে পরিবারের সন্তানদের স্কুলে পাঠানোসহ আরো নানা বিষয়ে জেলেদের সচেতন ও উদ্বুদ্ধ করতে এবার জেলে অধ্যুষিত এলাকায় ‘ইলিশ’ নামে স্কাউট ক্যাম্প উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, বাংলাদেশ স্কাউটস্ কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক ফারুক আহমেদ ও ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম খান। স্বাগত বক্তব্য রাখেন মেঘনাপাড় মুক্ত স্কাউটস্ গ্রুপের সভাপতি ও অনুষ্ঠানের সভাপ্রধান অজয় কুমার ভৌমিক।
ক্যাম্পে অংশগ্রহণকারী সদস্যদের নিরাপত্তার জন্যে জেলা প্রশাসন ৫০টি লাইফ জ্যাকেট বিতরণ করেন। ১ম মেঘনাপাড় ইলিশ স্কাউট ক্যাম্পে অংশগ্রহণকারী ইউনিটগুলো হলো : মেঘনাপাড় মুক্ত স্কাউটস্ গ্রুপ চাঁদপুর ইউনিট, মেঘনাপাড় মুক্ত স্কাউটস্ গ্রুপ ফরিদগঞ্জ ইউনিট, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিট, আল-আমিন একাডেমী ইউনিট, মতলবগঞ্জ পাইলট বালিকা ইউনিট ও মতলব উত্তর নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় ইউনিট। মোট ১২০ জন স্কাউট সদস্য এ প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দীপু মনি এমপি বলেন, স্কাউট আন্দোলন সারাবিশে^ খুব মর্যাদাজনক আন্দোলন। কারণ, স্কাউটের সঙ্গে যারা জড়িত তারা প্রত্যেক সমাজে বিশেষ ভূমিকা রাখেন। স্কাউটিং মানুষকে সুশৃঙ্খল ও নিয়মানুবর্তিতা শেখায়। স্কাউটিং মানুষকে স্বাবলম্বী হতে শেখায়। তারা দেশে বিদেশে যে কোনো দুর্যোগে মানুষের পাশে এসে দাঁড়ায়। তিনি বলেন, এ ক্যাম্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর যে দশটি বিশেষ উদ্যোগ রয়েছে, তার সম্পর্কে মানুষকে জানাতে হবে। স্কাউট সদস্যরা তাদের স্কাউটিং সেবার পাশাপাশি এ দেশ যে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তা জানাতে হবে। তিনি চার দিনব্যাপী স্কাউট ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন।
জেলা স্কাউটের সহকারী পরিচালক দয়াময় হালদারের পরিচালনায় ও রোভার স্কাউট সদস্য জাহিদুল ইসলাম ফাহিমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। আগত অতিথিদের স্কার্ফ পরিয়ে বরণ করে নেয়া হয়। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয়, স্কাউট ও ইউনিটের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। তারপর প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করে কমান্ডার কর্তৃক সালাম গ্রহণ করেন। বক্তব্য শেষে জেলা স্কাউটের এ অনুষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
চাঁদপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আশর্^াদ মিয়াজী, যুগ্ম সম্পাদক আঃ আজিজ খান বাদল, পৌরসভার কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা স্কাউট লিডার মেহেদী মাসুদ, জেলা ক্যাব লিডার তাহমিনা আকতার, উপজেলা মতলব দঃ সম্পাদক বিউটি বেগম, মতলব উঃ স্কাউট কমিশনার শাহজাহান, হাইমচর উপজেলা ক্যাম্প লিডার নিশেষ নারায়ণ মজুমদার, সস্পাদক শহিদ উল্লাহসহ স্কাউট সদস্যবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উদ্বোধনের পর গতকাল স্কাউট সদস্যরা জেলেদের ঘরে ঘরে গিয়ে নিষিদ্ধ সময়ে ইলিশ না ধরাসহ আরো নানা বিষয়ে সচেতনতা ও উদ্বুদ্ধকরণের লিফলেট বিতরণ করেন। এমনকি তারা নদীতে ট্রলারে মাছ ধরা অবস্থায় জেলেদেরও লিফলেট বিতরণ করেন।