• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কামরাঙ্গায় অভিভাবক সমাবেশ বিশাল জনসভায় পরিণত

আমি রামপুরের সন্তান, এখানে আমার কোনো দল নেই : ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘আমি রামপুরের সন্তান, এখানে আসলে আমি দলমত ভুলে যাই। এখানকার আওয়ামী লীগ-বিএনপি আমার জন্যে আলাদা নয়। এখানে আসলে মনে হয়, বাবার কোলে ফিরে এসেছি। আমার ছোটবেলা কেটেছে আপনাদের চোখের ওপর। তাই কিছুতেই আপনাদের ভুলে থাকতে পারি না। বারবার এ মাটিতে ফিরে আসি। আর এ ফিরে আসার কারণ আপনাদের মূল্যায়ন। আপনারা আমাকে মূল্যায়ন করার কারণে গত ১০ বছর এ এলাকায় উন্নয়ন করতে পেরেছি, আজকের দীপু মনি হতে পেরেছি। ভবিষ্যতে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে আপনারা আবারো মূল্যায়ন করবেন। গত ১০ বছরে এ রামপুর এলাকায় যা উন্নয়ন করেছি তা এককভাবে আওয়ামী লীগের জন্যে করিনি। এ উন্নয়নের সুফল বিএনপিসহ অন্যরাও ভোগ করছেন।’ গতকাল শনিবার চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ, অপসংস্কৃতি ও ভার্চ্যুয়াল আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশসহ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পরিচিতি সভা ও শিক্ষার্থী কর্তৃক মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
    জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি ডাঃ জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুর সভাপ্রধানে ডাঃ দীপু মনি এমপি আরো বলেন, এ এলাকায় বিদ্যুৎ, স্কুল-কলেজ ও মাদ্রাসা ভবন, সড়ক, সরকারি প্রয়োজনীয় অফিস, সড়কবাতিসহ আপনারা যা চেয়েছেন তাই আপনাদের মেয়ে আপনাদেরকে দিয়েছে। তারপরও আমার কাজে ভুলত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তিনি বলেন, সরকারে থাকাকালে এই আপনাদের মেয়ের জন্যে কোনো বদনাম শুনতে হয়নি আপনাদেরকে, কোনো দুর্নীতির বোঝা আপনাদের কাঁধে পড়তে দেইনি। ‘আসছে নির্বাচনে ব্যালটে প্রতীকের দিকে না তাকিয়ে আপনাদের মেয়ের নামটি দেখে নামের পাশে আপনার ভোটটি দেবেন।’ এভাবেই নিজের গ্রামের আপামর জনগণের কাছে নিজের জন্যে ভোট চাইলেন সাবেক এ সফল পররাষ্ট্রমন্ত্রী।
    জাতীয় বিষয়ে কথা বলতে গিয়ে ডাঃ দীপু মনি বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে উন্নতশীল রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছেন, তা বিশে^র কাছে এক বিস্ময়কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের উন্নয়ন আজ বিশে^র বহু দেশে রোল মডেল হিসেবে উদাহরণ।
    অনুষ্ঠানটি ছিলো সচেতনতামূলক সভা। তাই অনুষ্ঠানে আগত এলাকাবাসী অভিভাবকদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, আপনার মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দিয়ে মেয়ের জীবটাকে নষ্ট করে দেবেন না। মেয়েকে শিক্ষিত করলে তার সন্তানও শিক্ষিত হবে। বেশি না, অন্তত ২/৩ বছর অপেক্ষা করে মেয়েকে বিয়ে দিন। বাল্যবিবাহের ফলে মেয়েরা অল্পবয়সে স্বাস্থ্যহানি, মাতৃমৃত্যুসহ বহু সমস্যার সম্মুখীন হয়। আকাশ সংস্কৃতি আর ইন্টারনেটের মাধ্যমে দুনিয়া আজ হাতের মুঠোয়। এখানে ভালো-মন্দ দুটো দিকই আছে। আমরা এর ভালোটা গ্রহণ করবো। এখন পরীক্ষার ফলাফল, সকল কিছুর কাগজপত্র, চাকুরির বিজ্ঞপ্তিসহ সকল কিছুই ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যাচ্ছে। আর সেটি হাতের মুঠোয়। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে গড়ার কারণে। বছরের প্রথমদিন শিক্ষার্থীদেরর হাতে হাতে বিনামূল্যে বই তুলে দেয়া, বিদ্যুতের অভাবনীয় উন্নয়ন সবই সম্ভব হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে। দেশের এ উন্নয়ন আরো বহু আগেই হতো যদি জাতির জনককে ঘাতকরা হত্যা না করতো। স্বাস্থ্যসেবা সম্পর্কে তিনি বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নেয়ার জন্যে সবচেয়ে কাছের মাধ্যম হচ্ছে ‘কমিউনিটি ক্লিনিক’। এ কমিউনিটি ক্লিনিকগুলো ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে বন্ধ করে দেয়। এগুলোতো আওয়ামী লীগের ছিলো না, এখানকার সেবাতো সকল দলের লোকেরা নিতো। আওয়ামী লীগ ক্ষমতায় এসে ফের কমিউনিটি ক্লিনিকগুলো চালু করে জনবল নিয়োগ দিয়েছে, দেশের একেবারে তৃণমূল পর্যায়ে ৬ হাজার ক্লিনিকের মাধ্যমে জনগণকে চিকিৎসা সুবিধা দিয়ে আসছে।
    কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কামরাঙ্গা ফাযিল মাদ্রাসা এবং ৪১নং কামরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মন্টু পাটওয়ারী। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সোহবার হোসেন পাটোয়ারী প্রমুখ।
    ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আজিজ খান বাদল, কামরাঙ্গা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা মোঃ মজিবুর রহমান, রামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন, কামরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম মুন্সী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক মোঃ নূরনবী সোহেল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান হাবীব পাটোয়ারী, সাধারণ সম্পাদক মহসিন খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মমিনুল হক পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হাজীসহ কয়েকশ’ অভিভাবক এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সহ¯্রাধিক নেতা-কর্মী।


সূত্র : চাঁদপুর কণ্ঠ

 

সর্বাধিক পঠিত