• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নবাগত পুলিশ সুপারকে ঘাসফড়িংয়ের ফুলেল শুভেচ্ছা

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘শুভ কাজে সবার পাশে’ এ শ্লোগানে ঘাসফড়িং সামাজিক সংগঠনের পক্ষ থেকে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের কর্মকর্তাগণ নবাগত পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএমকে ইলিশের বাড়ি চাঁদপুরে তাঁর আগমনকে স্বাগত জানান। এ সময় সংগঠনের বর্তমান কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয় এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং সম্পর্কে জানানো হলে পুলিশ সুপার ফ্রি ব্লাড গ্রুপিং উদ্বোধন করবেন বলে সম্মতি জানান।
    এ সময় তিনি বলেন, নিজের থেকে তিনি সংগঠনের পক্ষে বস্ত্র বিতরণ করবেন। শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক সজল দাস, যুগ্ম-আহ্বায়ক শিপন ঋষি, সদস্য সচিব সুব্রত দাস, সদস্য জয় মজুমদার, কোষাধ্যক্ষ শাওন দাস, সংগঠনের উপদেষ্টা লিটন সাহা, খোকন মজুমদার, অঞ্জন দে, শুভ দাস, রাজিব দে, সংগঠনের সভাপতি সজিব দাস, সাধারণ সম্পাদক রনজিৎ দাস, সহ-সভাপতি দাস সজল, প্রচার সম্পাদক শুভংকর চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ মানিক দাস, প্রতিষ্ঠাতা সদস্য খোকন কুড়ালি, দেবব্রত পাল, রাহুল দাস, অভিজিৎ দাস, বিপুল দাস, সঞ্জিত দাস, জয়দেব দাস, আরকে রাজু এবং সদস্য রনজিৎ দাস (গোপাল) উপস্থিত ছিলেন।