• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজ ১৬ সেপ্টেম্বর রোববার থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের খেলা। আজ সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিবৃন্দ। জেলা পর্যায়ের এ টুর্নামেন্ট উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামকে নানাভাবে সাজানো হয়েছে। গত কদিন ধরে জেলা ক্রীড়া সংস্থা ঘাস পরিষ্কার করে মাঠকে খেলার উপযোগী করে তুলেছে।
    টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়াও স্টেডিয়ামে হয়েছে। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার  ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারীসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ জেলা পর্যায়ের উদ্বোধনী খেলা উপলক্ষে নিয়মিত খেলাধুলার আয়োজন সংক্রান্ত খোঁজখবর নিচ্ছেন। গতকাল শনিবার বিকেলে শিল্পী ও উদ্বোধনী খেলায় অংশ নেয়া চাঁদপুর সদর ও চাঁদপুর পৌরসভা দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলাপ-আলোচনা করেছেন। খেলোয়াড়দের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনারা আপনাদের দল নিয়ে ভালোমতো খেলতে নামবেন। আমি চাই চাঁদপুর জেলা থেকে যে দল গঠন করা হবে, সেই দলের খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো থেকেই নেয়া হবে। আমি চাই চাঁদপুর জেলা দল শক্তিশালী দল হোক, এ ক্ষেত্রে অথনৈতিকভাবে যা কিছু করার আমি সকল কিছুই করতে প্রস্তুত রয়েছি।  
    জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, আজ ১৬ সেপ্টেম্বর সকাল ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর পৌরসভা ও চাঁদপুর সদর উপজেলার মধ্যে খেলা দিয়ে জেলা পর্যায়ের টুর্নামেন্ট শুরু হবে। ১৭ সেপ্টেম্বর দুপুর ২টা ৪০ মিনিটে খেলবে কচুয়া উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা এবং বিকেল ৪টা ২০ মিনিটে খেলবে ফরিদগঞ্জ উপজেলা ও হাইমচর উপজেলা। ১৮ সেপ্টেম্বর দুপুর ২টা ৪০ মিনিটে খেলবে শাহারাস্তি উপজেলা ও হাজীগঞ্জ উপজেলা এবং বিকেল ৪টা ২০ মিনিটে খেলবে মতলব উত্তর উপজেলা ও ১৬ তারিখের বিজয়ী দল। এরপর ১৯ সেপ্টেম্বর ২টি সেমি-ফাইনাল হবে। ফাইনাল হবে ২২ সেপ্টেম্বর বিকেল ৩টায়। টুর্নামেন্টের সভাপতির দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
    জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জন্যে মাঠের কাজ সম্পন্ন হয়েছে। আমি জেলার সকল ক্লাব কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকসহ ক্রীড়ামোদী দর্শকদের মাঠে এসে খেলা দেখার অনুরোধ করছি।

সর্বাধিক পঠিত