• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ব্যাংক কলোনীতে কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা

অপরাধ দমনে পুলিশ ও কমিউনিটি পুলিশিং একযোগে কাজ করে : অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের ২নং ব্যাংক কলোনী মহল্লা কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মডার্ন শিশু একাডেমির মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংক কলোনী কমিউনিটি পুলিশিং কমিটি বিলুপ্ত হওয়ায় সচল করার লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট কমিটির নাম প্রস্তাবনা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান সমন্বয়ক ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, অপরাধ দমনে পুলিশ ও কমিউনিটি পুলিশিং একযোগে কাজ করে। কেউ অপরাধ করে কখনো পার পায় না। অপরাধ থাকবে, আবার সেখানে কমিউনিটি পুলিশিং থাকবে, সেটা আর হবে না। এখন কমিউনিটি পুলিশিং শক্তিশালী। সবার লক্ষ্য মহল্লার আইনশৃঙ্খলা ও সামাজিক কর্মকা- ভালো রাখা। তিনি আরো বলেন, অঞ্চল কমিটিও নতুন আঙ্গিকে করা হবে। যারা সক্রিয় নয়, তাদের কমিটিতে প্রয়োজন নেই। এটা সমাজসেবামূলক কাজ। নাগরিক হিসেবে ভালো কাজ করার দায়িত্ব সকলের।
    ব্যাংক কলোনী মহল্লার আহ্বায়ক ও চাঁদপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুকের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানা কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিআই) মোহাম্মদ হারুনুর রশিদ, পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সহ-সভাপতি রোটাঃ মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদ, চাঁদপুর সদর কমিটির সভাপতি আলহাজ্ব সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, পৌর ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ও অঞ্চল-৬-এর উপদেষ্টা আব্দুল মালেক বেপারী ও সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, যুগ্ম সম্পাদক সামীম আহমেদ খান, ১নং বিষ্ণুদী মহল্লার সভাপতি নূর হোসেন নূরু, মহল্লার সুধীজন এএসএম শফিকুর রহমান, মোঃ জয়নাল আবেদীন, নেছার আহমদ প্রমুখ।
অঞ্চল-৬-এর প্রচার সম্পাদক ও জিটি রোড মহল্লা কমিটির সভাপতি মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ব্যাংক কলোনী জামে মসজিদের খতিব মাওঃ আহসান হাবিব। উপস্থিত ছিলেন ব্যাংক কলোনী মহল্লা কমিটির সাবেক সভাপতি মোঃ মফিজুর রহমান মিয়াজী,  জিটি রোড মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী, বিষ্ণুদী মহল্লা কমিটির সাধারণ সম্পাদক তানজির রেজা রনি, বিটি রোড মহল্লা কমিটির সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান, যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
   

সর্বাধিক পঠিত