• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দেশের যুবশক্তি মেধা ও যোগ্যতা নিয়ে দেশ সেবার কাজে নিজেদের নিয়োজিত করবে : ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

প্রকাশ:  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে কচুয়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে অস্থায়ী কর্মে সংযুক্তিপ্রাপ্ত উপকারভোগীদের সাথে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময় ও প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের সভাপতিত্বে ও যুবকর্মী আমির হোসেনের পরিচালনায় মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এ সময় তিনি বলেন, দেশের যুবশক্তি মেধা এবং যোগ্যতা দিয়ে দেশ সেবার কাজে নিজেদের নিয়োজিত করবে এবং সকল কিছুর ঊর্ধ্বে থেকে দেশের ভাগ্য উন্নয়নে নিজেদেরকে নিয়োজিত করতে হবে।
    তিনি বলেন, আপনারা মেধা ও পরিশ্রম এমনভাবে প্রয়োগ করবেন যাতে ভবিষ্যত প্রজন্ম আপনাদের ভূমিকা নিয়ে গর্ববোধ করতে পারে। আজকে যে পরিধিটি জাতীয় সার্ভিসের আওতায় সৃষ্টি হয়েছে তার মূলহোতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর এই ভাবনা চিন্তা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সকলের। আমার আস্থা ও বিশ^াস আপনারা বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে নিজেদেরকে দেশ সেবায় নিবেদিত করবেন। সাহস ও উদ্যমতার ভিত্তিতে যুবরা স্ব স্ব ক্ষেত্রে নিজেদেরেকে শ্রেষ্ঠত্বে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।
    এছাড়া তিনি বলেন, ইতিমধ্যে সরকার কচুয়ায় ১শ’ ৬ কোটি টাকা ব্যয়ে এই মাসে ঢাকা-চট্টগ্রাম সড়কে বিকল্প মহাসড়কের কাজ হাতে নিয়েছে। এই সড়ককে কেন্দ্র করে রাস্তার দু’পাশে ছোট-বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। কচুয়ার ছেলে-মেয়েরা সেখানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবে। যারা দেশের নেতৃত্বের পর্যায়ে সঠিকভাবে দিকনির্দেশনা দিতে পারে এবং অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করতে পারে তাদেরকে সমর্থন করতে হবে। বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা জননেত্রী শেখ হাসিনার আমলেই সম্ভব হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী সংসদ নির্বাচেন নৌকা প্রতীকে সমর্থন দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান।
    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ। বক্তব্য রাখেন শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার। যুবকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ মহিউদ্দিন ও পার্বতী পোদ্দার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন।