• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নতুনবাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

সভাপতি এসডু পাটওয়ারী সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনু

প্রকাশ:  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল ১৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের নতুনবাজারস্থ আহমদিয়া ফাযিল মাদ্রাসা মিলনায়তনে ঐতিহ্যবাহী নতুনবাজার ব্যবসায়ী সমিতির সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
    সভায় সকলের সম্মতিতে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ¦ মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীকে সভাপতি, সাবেক পৌর কমিশনার আলহাজ¦ মোঃ জয়নাল আবেদীন জনুকে সাধারণ সম্পাদক ও আলহাজ¦ মোঃ আবুল হোসেন পাটওয়ারীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
    এর পূর্বে সমিতির পূর্বের দুটি কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাবেক সভাপতি আলহাজ¦ মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ মোঃ ওমর পাটওয়ারী, আলহাজ¦ মোঃ নান্নু হাওলাদার, আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন খান, মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া, মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, নাছির আহমেদ খান, জাহাঙ্গীর পাঠান, দেলোয়ার হোসেন, রুহুল আমিন হাওলাদার প্রমুখ।
    সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের পূর্বে নব-গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনকে গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

সর্বাধিক পঠিত