চাঁদপুরে ইলিশ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কো-ম্যানেজমেন্ট প্রশিক্ষণ
এনহ্যান্ডড্্ কোস্টাল ফিসারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ) প্রকল্প কর্তৃক কো-ম্যানেজমেন্ট (সহ-ব্যবস্থাপনা) বিষয়ক প্রশিক্ষণ চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটে ওয়ার্ল্ড ফিশ-বাংলাদেশের আয়োজনে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কর্তৃক দু’ দিনব্যাপী (বুধ ও বৃহস্পতিবার) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএফআরআই’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রবিউল আউয়াল। বক্তব্য রাখেন ইকোফিশ প্রকল্পের রিসার্চ অ্যাসোসিয়েট কিংকর চন্দ্র সাহা। ইলিশ অভয়াশ্রম ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ফিশ-ইকোফিশের রিসার্চ অ্যাসিসট্যান্ট মেহনাজ তাবাসসুম। এছাড়া অন্যদের মধ্যে প্রশিক্ষণ ও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ফিশ-এর ট্রেনিং স্পেশালিস্ট শহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশিদ ও সিএনআরএস-এর মাঠ সমন্বয়কারী এসএম মামুন।