আজ চাঁদপুর স্টেডিয়ামে এসএসসি ৯৩ ব্যাচের রজতজয়ন্তী
আজ শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলাস্থ এসএসসি ৯৩ ব্যাচের রজতজয়ন্তী। এ উপলক্ষে ওই ব্যাচের শিক্ষার্থীরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ অঙ্গীকার পাদদেশের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহর ঘুরে স্টেডিয়ামের সামনে এসে শেষ হবে। সকাল ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে রজতজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সকাল সাড়ে ১১টায় শিশুদের জন্যে প্যাপেট শো, পুতুল নাচ, ও ভাবীদের বালিশ ছোড়া। দুপুর সাড়ে ১২টায় শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল ৩টায় চাঁদপুরের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল সাড়ে ৪টায় ম্যাজিক শো ও সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ঢাকার ব্যান্ড শিল্পী ক্লোজআপ তারকা রাজীবের সাংস্কৃতিক সন্ধ্যা এবং রাতে অনুষ্ঠিত হবে আতঁশবাজি।