• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো দশম শ্রেণির ছাত্রী

প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো দশম শ্রেণির ছাত্রী (১৫)। গতকাল ১৩ সেপ্টেম্বর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের মোঃ মজিবুর রহমানের বাড়ির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
    জানা যায়, উপজেলার ডিংগাভাঙ্গা গ্রামের দুবাই প্রবাসী মোঃ মোস্তফা কামালের মেয়ে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীর সাথে জনৈক ছেলের বিবাহের সকল আয়োজন চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম বাল্যবিয়ের সংবাদটি পেয়ে তিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা আক্তারকে ঘটনাস্থলে পাঠান। মহিলা বিষয়ক কর্মকর্তা সাথে সাথে মেয়ের বাড়িতে গিয়ে বাল্য বিয়েটি বন্ধ করে দেন এবং পরিবারের কাছ থেকে অঙ্গীকারনামা নেন। এছাড়া তিনি বাল্য বিয়ের কুফল সম্পর্কে সবাইকে অবহিত করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল  ইসলাম বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে বাল্যবিয়েটি বন্ধ করা হয়।