• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে পানিতে ডুবে মাসুদ (১৭) নামে এক কলেজ ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।   ঘটনাটি ঘটেছে পৌর এলাকার মিরপুর গ্রামে।
    জানা গেছে,  মিরপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে মাসুদ রোববার রাতে নামাজ পড়ার জন্য অজু করতে বাড়ির পুকুরে যায়। কিন্তু নামাজ শেষে বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে । পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত ডাক্তারও তাকে মৃত ঘোষণা করেন। তার বাবা হানিফ মিয়া জানান, সে জন্মের পর থেকে মৃগী রোগী।  মাসুদ চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্র। ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

 

 

সর্বাধিক পঠিত