প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠিত দারুল আরকাম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে শিশুদের ধর্মীয় ও নৈতিকতা শিক্ষার ভিত্তি তৈরি করতে সারাদেশে এক হাজার ১০টি দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় এসব মাদ্রাসার শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। সে সুবাদে চাঁদপুর সদর উপজেলার তরপুরচ-ী শাহী জামে মসজিদ কমপ্লেক্সে দারুল আরকাম মাদ্রাসা চালু হয়।
গতকাল ১০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় শাহী জামে মসজিদ কমপ্লেক্সে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শাহী মসজিদের সাবেক ইমাম ও বর্তমান আল-হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তরপুরচ-ী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী। মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা করেন প্রধান আলোচক ইফার জেলা ফিল্ড অফিসার মুহাম্মদ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইফা চাঁদপুর সদরের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ শামসুদ্দীন ও ইউপি সদস্য মোঃ হারুন খান। স্বাগত বক্তব্য রাখেন দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ মোঃ রফিকুল ইসলাম।
তরপুরচ-ী শাহী জামে মসজিদের খতিব মাওঃ মোঃ শাহাদাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন তুলাতলা বায়তুছ ছালাম জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ আলাউদ্দিন। উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির সুমন, বঙ্গবন্ধু সড়কস্থ মোহাম্মদীয়া জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আল আমিন গাজী, তরপুরচ-ী শাহী জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি মোঃ আবুল হোসেন বেপারী, কোষাধ্যক্ষ মোঃ বিল্লাল ছৈয়াল, তরপুরচ-ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাবিব প্রধানিয়া, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ বিল্লাল হোসেন, যুবলীগ নেতা মোঃ মনির হোসেন শেখ, প্রাণিসম্পদ কর্মকর্তা (অবঃ) আব্দুল মান্নান খান, মোঃ দুলাল ছৈয়াল, মোঃ সিরাজ মৃধা, মোঃ আলী চোকদার, মোঃ সবুজ বেপারী, মোঃ শামীম বেপারী, মোঃ নাছির ছৈয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরপুরচ-ী শাহী জামে মসজিদ কমপ্লেক্স ও দারুল আরকাম মাদ্রাসার ২০১৮-২০২১ সালের কমিটির প্রধান উপদেষ্টা তরপুরচ-ী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, মসজিদের সভাপতি মোঃ আবুল হোসেন বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ কাজল মৃধা, মাদ্রাসার সাভাপতি মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী ও সাধারণ সম্পাদক মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ মোঃ রফিকুল ইসলাম।
উল্লেখ্য, তরপুরচ-ী শাহী জামে মসজিদ কমপ্লেক্সের আওতাধীন দারুল আরকাম মাদ্রাসা, শাহী ঈদগাহ ময়দান ও গণকবরস্থান।