মতলব উত্তরে ছয় সহস্রাধিক ইয়াবাসহ জনতার হাতে ১ মাদক ব্যবসায়ী আটক
মতলব উত্তরে ৬ হাজার ২শ’ ২৬ পিচ ইয়াবাসহ জনতা তাজেল নামে একজনকে আটক করে। গতকাল সোমবার উপজেলার ষাটনল ইউনিয়নের সটাকী বাজার (সুগন্ধী রোডে) কাদির স’ মিলের কাছ থেকে তাকে আটক করা হয়। তাজেল মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার হোগলাকান্দি গ্রামের করিম মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, তাজেলের গতিবিধি লোকজনের সন্দেহ হলে তার ব্যাগে কী আছে জানতে চাইলে সে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন জনতা তাকে আটক করে। তাজেলের ব্যাগ খুলে ইয়াবা দেখতে পেয়ে থানায় খবর দেয়। এ সময় তাজেলের সাথে থাকা আরো ১ জন পালিয়ে যায়। খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কবির হোসেনসহ পুলিশের ক’জন অফিসার ও ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জসহ স্থানীয় গণ্যমান্য লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ তাজেলকে গ্রেফতার করে ইয়াবাসহ থানায় নিয়ে আসে। তাজেলের ব্যাগে বড় ৩টি ও ছোট ৮টি প্যাকেটে ৬ হাজার ২শ’ ২৬ পিচ ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন সাংবাদিকদের বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রেখে অভিযান অব্যাহত থাকবে।