• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

আমি দুই মেয়াদে চাঁদপুর সদর ও হাইমচরে যে উন্নয়ন করেছি, এ কৃতিত্বের প্রথম দাবিদার জনগণ : ডাঃ দীপু মনি এমপি

সারাদেশের মধ্যে চাঁদপুরকে ভিন্নভাবেই মূল্যায়ন করা হয় : জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান

প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘চাঁদপুরের একটি সুনাম রয়েছে যে, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক সহাবস্থানসহ সকল দল-মতের মানুষের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ অবস্থা সবসময় বজায় থাকে। সকলের সাথে একটি সামাজিক  সম্পর্ক রয়েছে। কিন্তু নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি করে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এটি আমাদের মাঝে যে সম্প্রীতির বন্ধন রয়েছে, সে বন্ধনকে বিনষ্ট করার অপপ্রয়াস। সেদিকে নজর দিতে আমি চাঁদপুরের প্রশাসনকে অনুরোধ করবো’। কথাগুলো খুব আক্ষেপের সাথে বললেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি।
    তিনি গতকাল রোববার চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডাঃ দীপু মনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো মহল যাতে আইনশৃঙ্খলার কোনো ধরনের অবনতি না ঘটাতে পারে সেদিকে দৃষ্টি রাখতে সকলকে অনুরোধ করেন। দীপু মনি বলেন, আমি টানা দুই মেয়াদে আমার নির্বাচনী এলাকা চাঁদপুর সদর ও হাইমচরে ব্যাপক উন্নয়ন করেছি। আর এতোসব উন্নয়নের কৃতিত্বের প্রথম দাবিদার হচ্ছে আমার নির্বাচনী এলাকার জনগণ। কারণ, তাঁরা আমাকে সুযোগ করে দিয়েছেন বলেই আমি কাজ করতে পেরেছি। একই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি, চাঁদপুরের জন্যে তাঁর কাছে যখন যা চেয়েছি, তাই পেয়েছি। ডাঃ দীপু মনি চাঁদপুরের সড়কের কাজে অনিয়মের কথা তুলে ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকাদারদের অনেক আগ থেকে কাজ শুরুর কথা বলা হলেও তারা এদিকে কোনো খেয়ালই করেনি। কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারা এখন রাস্তার দু’পাশ কেটে ফেলে রেখেছে। এতে মানুষের ভোগান্তি এবং দুর্ভোগ বাড়ছে। আমি এর আগেও বহুবার সড়ক ও জনপথ এবং এলজিইডিকে বলেছি, যারা কাজে এ ধরনের উদ্দেশ্যমূলক অনিয়ম করে তাদেরকে কালো তালিকাভুক্ত করার জন্যে। কিন্তু কর্তৃপক্ষ মনে হয় না কোনো ব্যবস্থা নিয়েছে। দীপু মনি বলেন, সরকার বলতে গেলে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে জনগণকে। অথচ কিছু প্রতারক এই বিদ্যুৎ সংযোগের নামে গ্রামের অসহায় মানুষ থেকে ব্যাপকহারে চাঁদাবাজি করছে। কোনো কোনো ক্ষেত্রে এই চাঁদাবাজির সাথে পল্লী বিদ্যুৎ সমিতির কেউ কেউ জড়িত আছে বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে নজর দিতে আমি আজকের সভায় অনুরোধ করছি। মাদকের বিষয়ে ডাঃ দীপু মনি এমপি বলেন, মাদকের বিরুদ্ধে দেশব্যাপী যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে। তবে মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে। কারণ, গডফাদাররা মাদক না আনলে চুনোপুটিরা মাদক বিক্রি করতে পারে না। তিনি চাঁদপুরের খালগুলো পুনরুদ্ধারের বিষয়েও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
    সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, চাঁদপুরকে সারাদেশের মধ্যে ভিন্নভাবে দেখা হয়। আমি সম্প্রতি ভারতে যে ট্রেনিংয়ে গিয়েছি সেখানে বাংলাদেশের ১১টি জেলার ডিসিরা ছিলেন। সবাই চাঁদপুরের প্রশংসা নানাভাবে করেছেন। আমাদের কেবিনেটের সভায়ও সিনিয়র সচিব মহোদয় চাঁদপুরের খোঁজ-খবর আলাদাভাবে নেন। সে জন্যে আমরা গর্বিত। তিনি ডাঃ দীপু মনি এমপির প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা আপনার মতো নেত্রী এবং জনপ্রতিনিধি পেয়ে ধন্য। আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সভায় জেলার আইনশৃঙ্খলার চিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
    বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ¦ মির্জা জাকির প্রমুখ। সভায় সার্কেল এএসপিসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
    অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ২০১৩ ও ১৪ সালে চাঁদপুরসহ সারাদেশে যে নাশকতা হয়েছে সে বিষয়গুলো মাথায় রেখে আমরা আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার কোথাও আইনশৃঙ্খলার কোনো ধরনের অবনতি ঘটতে দেয়া হবে না। তিনি মহাসড়কের পাশে স’মিল, ওয়ার্কসপ ও গ্যাস সিলিন্ডারের বিষয়ে বলেন, দেখা গেছে যে, রাস্তার পাশে যত্রতত্র কাঠের গুঁড়ি, টায়ার ও গ্যাস সিলিন্ডার রাখা হয়। আর এগুলো দিয়েই সড়কে নাশকতা চালানো হয়। তাই ওইসব দোকান মালিককে তাদের ওইসব মালামাল দোকানের ভেতরে নিরাপদে রাখতে হবে।

সূত্র : চাঁদপুর কণ্ঠ

সর্বাধিক পঠিত