ফেসবুক থেকে নেয়া...
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শোনা যায়, চাঁদপুর-৩ সংসদীয় আসনে কারো জন্য নাকি সৌদি আরবের চাপ আছে, কারো জন্য নাকি ভারতের চাপ আছে। ডাঃ দীপু মনি এমপির জন্য শুধু চাঁদপুর-হাইমচরবাসী সকল জনগণের চাপ আছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোন্ চাপকে আমলে নেন এটাতো সবারই জানা থাকার কথা। আর মনোনয়ন দেয়ার পর ভোট দিবে কারা? ভারত বা সৌদি আরবের নাগরিক, নাকি চাঁদপুর-হাইমচরবাসী?
-------------------------------------------------জাফর ইকবাল মুন্না।