• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব খেয়াঘাট সমিতির নৌকাবাইচ প্রতিযোগিতা

প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের প্রাক্তন সদস্য ও বাংলাদেশ সিএনজি স্কুটার অ্যাসোসিয়েশনের মহাসচিব সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেছেন, ধনাগোদা নদীতে প্রতি বছরের ন্যায় এ বছরও নৌকাবাইচ প্রতিযোগিতা অব্যাহত রাখায় আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকের প্রতিযোগিতায় যেভাবে আনন্দ-উল্লাসে বিজয় অর্জন করেছেন, ঠিক সেভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে কাজ করে বিজয় অর্জন করতে হবে। নৌকা বিজয় হলেই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আপনাদের পাশে থেকে আমার পিতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপির আদর্শকে লালন করে আপনাদের সেবা করতে পারি। আপনারা আমার জন্যে দোয়া করবেন। গত ৯ সেপ্টেম্বর খেয়াঘাট নৌকামালিক সমিতির আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    চাঁদপুর জেলা পরিষদের সদস্য মোঃ আল-আমিন ফরাজীর সভাপ্রধানে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াসউদ্দিন। উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসাইন মোঃ কচির পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী দাস তারা, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক চৌধুরী বাবুল, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জহির সরকার, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আছমা আক্তার আঁখি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক যুধিষ্টী শীল, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পিন্টু সাহা, উপজেলা যুবলীগের সদস্য ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোঃ কামাল হোসেন, মোঃ জালাল ফরাজী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আজিম হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন আকাশ, উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ শরীফ প্রধান, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ কাইয়ুম ফরাজী, সাধারণ সম্পাদক মোঃ শরীফ পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মোহন, উপজেলা তরুণলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ ফরাজী, পৌর তরুণলীগের আহ্বায়ক শরীফ হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন ফরাজী, পৌর ছাত্রলীগের সদস্য মোঃ সবুজ মোল্লা, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ অনিক পাটওয়ারী, মোঃ ফরহাদুর রেজা, সাংগঠনিক সম্পাদক মাঈনউদ্দিন দেওয়ান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল, সাধারণ সম্পাদক রিপন মিয়া, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহীম ঢালী, কেন্দ্রীয় মতলব ইয়ং ক্লাবের সহ-সভাপতি আফসার হাবিব, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাইফুল হোসেন, সহ-সভাপতি হৃদয় মোল্লা, সাধারণ সম্পাদক মাহফুজ হোসেন, খেয়াঘাট সমিতির সভাপতি মোঃ করিম ফরাজী, সাধারণ সম্পাদক রিপন ফরাজী। এছাড়াও সাংবাদিক, খেয়াঘাট সমবায় সমিতির নেতৃবৃন্দ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
    প্রতিযোগিতায় ২০টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়। অন্যদেরকে সান্ত¡না পুরস্কার প্রদান করা হয়। এ প্রতিযোগিতা উপলক্ষে নদীর দুপাড় জনসমুদ্রে পরিণত হয়।

সর্বাধিক পঠিত