শহরের ব্যাংক কলোনীতে ডাকাতি মামলার হৃদয় পাটওয়ারীসহ আটক ৫
চাঁদপুর শহরের ব্যাংক কলোনীতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় নতুন বাজার পুলিশ ফাঁড়ি বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি মামলার অন্যতম আসামী ও মাদক ব্যবসায়ী মানিক পাটওয়ারী হৃদয় (২৩)কে গ্রেফতার করেছেন। চাঁদপুর শহরের চাঞ্চল্যকর ব্যাংক কলোনীর ডাকাতি মামলায় এ পর্যন্ত পুলিশ ব্যাপক তদন্ত চালিয়ে কমিউনিটি পুলিশ সদস্য জিলানী, হৃদয় পাটওয়ারীসহ ৫ জনকে আটক করতে সক্ষম হয়েছে। আটক হৃদয় পাটওয়ারীকে রোববার দুপুরে পুলিশ চাঁদপুর আদালতে পাঠালে আদালত তাকে জামিন না মনঞ্জুর করে জেলাকারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। পুলিশ রোববার তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে বলে জানায়।
শনিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের বাবুরহাট কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে তাকে আটক করেন নতুনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক মোঃ সিরাজুল মোস্তফাসহ সঙ্গীয় পুলিশ ফোর্স। হৃদয় পাটওয়ারী শহরের তালতলা এলাকার পাটওয়ারী বাড়ির জাহাঙ্গীর পাটওয়ারীর ছেলে।
পুলিশ মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, গ্রেফতারকৃত মানিক পাটওয়ারী হৃদয়ের বিরুদ্ধে এর পূর্বেও ৫টি মামলা রয়েছে। এরমধ্যে ১টি ডাকাতি, ২টি বিস্ফোরক এবং অন্যান্য দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পরেই ডাকাতির সাথে জড়িত থাকা সন্দেহে বিল্লাল সরকারকে আটক করে। সেই সূত্র ধরে পুলিশ ব্যাপক তদন্ত করে কমিউনিটি পুলিশের সদস্য জিলানী, জুয়েল আখন্দ, কাদের মিজিকে আটক করে।
২৭ আগস্ট সোমবার ভোর রাতে ব্যাংক কলোনীর বাসিন্দা সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের বাসায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম। পুলিশ সুপারের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা নতুন বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ সিরাজুল মোস্তফা ঘটনার পরেই ডাকাতির সাথে জড়িত বিল্লাল সরকারকে আটক করে। সেই সূত্র ধরে পুলিশ গত সোমবার রাতে কমিউনিটি পুলিশের সদস্য জিলানীকে ও জুয়েল আখন্দকে আটক করে। তাদের তথ্যমতে পুলিশ মঙ্গলবার রাতে চেয়ারম্যান ঘাট এলাকা থেকে কাদের মিজিকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হল : লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের জালাল সরকারের ছেলে বিল্লাল সরকার (৩০), ব্যাংক কলোনীর মৃত মোকলেছ গাজীর ছেলে জিলানি (৪৫), জিটি রোডের মৃত আনোয়ার হোসেনের ছেলে জুয়েল আখন্দ (৩০) ও চক্ষু হাসপাতালের সামনে ইসমাইল মিজির ছেলে কাদের মিজি (২৮) ও চাঁদপুর শহরের তালতলা পাটওয়ারী বাড়ির জাহাঙ্গীর পাটওয়ারীর ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা নতুনবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ সিরাজুল মোস্তফা জানায়, সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের বাসায় ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ৫ জন ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত ডাকাতরা বলেছে এ ঘটনার সাথে ৮ জন ডাকাত জড়িত ছিলো। বাকিদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে। ডাকাতি হওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছে, রিমান্ড মঞ্জুর হলে প্রকৃত ঘটনা উৎঘাটন হবে।
উল্লেখ্য, ২৭ আগস্ট সোমবার আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে ৮ জনের সংঘবদ্ধ ডাকাতদল মুখে গামছা পেচিয়ে সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের বাসায় প্রবেশ করে। এ সময় তারা তার স্ত্রী ও ছেলেসহ ৩ জনের হাত পা বেঁেধ রাখেন। ডাকাতরা ঘরে থাকা নগদ ৯০ হাজার টাকা, ৬টি মোবাইল সেট ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
ঘটনার সময় তার ছেলে ডাকাতদের সাথে কথা বলতে চাইলে তারা তাকে মারধর করেন। পরে চাঁদপুর মডেল থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলা নং ৫৩, তারিখ ২৭/৮/২০১৮।