• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে মহিলা সমাবেশ

শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই আজ দেশের মানুষ সুখে-শান্তিতে আছে

--------------ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ দীপু মনি বলেছেন, নৌকায় ভোট দেয়ার ফলে আজ দেশে এতো উন্নয়ন। দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না। বরং এখন সবাই খেয়ে-পড়ে সুখে-শান্তিতে আছে। সবাই এখন উন্নত জীবনযাপনের চিন্তা করে। বছরের শুরুতে ছেলে-মেয়েরা তাদের হাতে বই পাচ্ছে। প্রতিটি মানুষ ঘরে বসেই সবরকমের সুযোগ-সুবিধা পাচ্ছে। আগে একসময় যেখানে নারীদের কোনো মূল্যায়ন ছিলো না, সেখানে আজ নারীরা প্রতিটা ক্ষেত্রে পুরুষের পাশাপাশি সমান সুযোগ-সুবিধা পাচ্ছে। আর এসব সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে। তাই দেশের এ চলমান উন্নয়ন ধরে রাখতে হলে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। গতকাল ৮ সেপ্টেম্বর শনিবার চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে পৃথক দুটি মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    তিনি আরো বলেন, একসময় আপনারাইতো নদীভাঙ্গনে দিশেহারা হয়ে পড়েছিলেন। কিন্তু আজ সেই নদীর পাড়ে আপনারাই বড় বড় দালান-কোটা তৈরি করছেন। শুধু নদীভাঙ্গনের সমাধানই নয়, একসময় এ ইউনিয়নে বিদ্যুৎ রাস্তাঘাটসহ শিক্ষাব্যবস্থার কোনো সুযোগ ছিলো না, আজ সেখানে প্রায় প্রতিটা ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট ও শিক্ষাখাতে আমূল পরিবর্তন হয়েছে। আমি ২০০৮ সালে আপনাদের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট চেয়ে আপনাদের যে কথা দিয়েছিলাম, নির্বাচিত হওয়ার পর আমি আমার কথা রেখেছি। চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার জনগণ অনেক বিশ্বাস এবং আস্থা নিয়ে আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি হবার সম্মান ও সেবা করার সুযোগ দিয়েছেন। তাই সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলছি, গত সাড়ে নয় বছর আমার আন্তরিকতার কোনো অভাব ছিলো না। নিরলসভাবে চেষ্টা করেছি উন্নয়ন কাজ করবার। ফলে এ চান্দ্রা ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি আশাকরি, আগামীতেও আপনারা নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করবার সুযোগ দেবেন।
        ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ছালেহা বেগমের সভাপ্রধানে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক রোজিনা বেগম। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, সাধারণ সম্পদক নাহিদ সুলতানা, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিমুল ইসলাম শশী।
        এছাড়া ডাঃ দীপু মনি এমপির সফরসঙ্গী হিসেবে ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। ডাঃ দীপু মনি চান্দ্রা ইউনিয়নস্থ আখনের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং বাখরপুর আঃ রব শেখ বাড়ির সামনে মাদ্রাসা মাঠে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উভয় সমাবেশেই বিপুল সংখ্যক নারীর উপস্থিতি ছিলো। এছাড়া বয়োবৃদ্ধরাও উপস্থিত ছিলেন।

 
ছবি-২০
জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সভা
সকল পত্রিকার মালিক এক হয়ে এ পরিষদকে আরো এগিয়ে নিয়ে সাংবাদিকদের ঐক্যের বিষয়ে সচেষ্ট হয়ে কাজ করার আহ্বান

    স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ও সম্পাদকদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার নানুপুর চৌরাস্তা বাজারস্থ চাঁদপুরজমিন টাওয়ারে অবস্থিত দৈনিক চাঁদপুরজমিন কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের অন্যতম উপদেষ্টা, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, সংবাদপত্র সম্পাদক পরিষদ কারো বিরোধিতা করার জন্যে নয়। এটি মূলত পত্রিকা মালিকদের সংগঠন। তাই সকল পত্রিকার মালিক এক হয়ে এ পরিষদকে আরো এগিয়ে নিয়ে যাবেন এবং সাংবাদিকদের ঐক্যের বিষয়ে সচেষ্ট হয়ে কাজ করবেন এ আহ্বান জানাচ্ছি।
    তিনি আরো বলেন, সততা, নিষ্ঠা নিয়ে যে দায়িত্ব পালন করে সে দিন দিন উন্নতির দিকে ধাবিত হয়। তাই সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে মানুষের কাছে যে রকম পরিচিত সে রকম হয়ে আমাদের কাজ করতে হবে এবং পত্রিকার মালিকরা এক হয়ে কাজ করলে কেউ তাদের বিরুদ্ধে কিছু করার সাহস পাবে না। তিনি বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই।
    জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবদুর রহমানের সভাপ্রধানে এবং সংগঠনের সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুরজমিন পত্রিকার উপদেষ্টা শওকত আলী, সাপ্তাহিক চাঁদপুর কাগজ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মুনাওয়ার কানন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মতলবের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, সদস্য ও চাঁদপুরজমিন পত্রিকার বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম অনিকসহ অন্যরা।  

 

সর্বাধিক পঠিত