• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

তৃণমূলে ঐক্য থাকলে কেউ নৌকাকে হারাতে পারবে না : ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল ৮ সেপ্টেম্বর শনিবার বেলা ১২টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ দীপু মনি। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি উন্নয়ন ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারের এতসব উন্নয়ন হয়েছে যে, আমাদের ভোটের জন্যে চিন্তা করতে হচ্ছে না। তবে আমাদের চিন্তা হচ্ছে দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছে কিনা। কারণ, তৃণমূল হচ্ছে একটি দলের মূল শক্তি এবং তৃণমূলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় সুনিশ্চিত। সামনে নির্বাচন, এখন কে কী পেলাম বা কী পেলাম না, তা নিয়ে নিজেদের মধ্যে কোন্দলের সময় নয়। এখন সবাই মিলে নৌকার বিজয় নিশ্চিত করার সময়। তিনি বলেন, এ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা অতীতে কোনো সরকারই করতে পারেনি। বরং তারা দেশকে আরো পিছিয়ে নিয়ে গিয়েছিলো। মনে রাখবেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কেউ নৌকার বিজয় ছিনিয়ে নিতে পারবে না। আমাদের কোনো ভয় নাই, তৃণমূল ঐক্যবদ্ধ থাকলে কেউ নৌকাকে হারাতে পারবে না।
    তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রত্যেক নেতা-কর্মীর দায়িত্ব হলো সরকারের উন্নয়নগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা। কারণ, স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসার জন্যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আপনারা আওয়ামী লীগের উন্নয়ন চিত্র সকলের কাছে তুলে ধরবেন। আগামী নির্বাচনে চাঁদপুরের সকল আসনে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
    ডাঃ দীপু মনি বলেন, আপনাদের প্রতিনিধি হিসেবে বিগতদিনে আমি চাঁদপুরে ব্যাপক উন্নয়ন করেছি। আপনাদের দোয়া এবং সমর্থন ছিলো বলেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনাদের চাহিদাগুলো পূরণ করতে পেরেছি। আগামী নির্বাচনে যদি আবারো আপনাদের মাঝে নৌকা প্রতীক নিয়ে আসি, তবে আপনারা আমাকে অতীতের ন্যায় সহযোগিতা করবেন। আগামী নির্বাচনে আবারো আমাকে নৌকার হয়ে কাজ করার সুযোগ দেবেনÑএটাই আমার চাওয়া।
    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওঃ কাজী সাইদুর রহমানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালুর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা বেগম প্রমুখ।
    এছাড়াও বক্তব্যে রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আরশাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মণ সরকার, ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, প্রচার সম্পাদক আব্দুল করিম হাওলাদারসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
    উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মিজি, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী প্রমুখ।
    সভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও পৌর শাখার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত