• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর শহরে নিসচার মানববন্ধন

প্রতিটি সড়ক নিরাপদ করতে হলে আগে আমাদেরকে সচেতন হতে হবে

------জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘পথ যেনো হয় শান্তির, মৃত্যুর নয়’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) চাঁদপুর জেলা শাখার বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ সেপ্টেম্বর শনিবার সকালে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ অঙ্গীকারের সামনে লাগামহীন সড়ক দুর্ঘটনারোধে প্রশাসন ও সরকারের কার্যকর ভূমিকার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল-কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেয়।
    নিসচার জেলা সভাপতি এমএ লতিফের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘নিরাপদ সড়ক চাই’ নামে আন্দোলনের ঝড় উঠেছে, কিন্তু সড়কে কীভাবে চলতে হবে সে বিষয়ে আমরা সচেতন হইনি। সবার সচেতনতাই পারে একটি ‘নিরাপদ সড়ক’ উপহার দিতে। যখনই মানুষ সচেতন হবে, তখনই ‘সড়ক নিরাপদ’ হবে। আর এজন্যেই ‘নিরাপদ সড়ক’ বিষয়ে সকলকে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করার কার্যক্রম চালু করেছেন সরকার। ‘নিরাপদ সড়ক’ বাস্তবায়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি সড়ক নিরাপদ করতে হলে আগে আমাদেরকে সচেতন হতে হবে। ‘নিরাপদ সড়ক’ বাস্তবায়নে শিক্ষার্থীরা বিভিন্ন ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক আগে নিরাপদ করতে হবে। শুধুমাত্র চালককে সচেতন হলে হবে না। সড়ক, যানবাহন এবং পথচারীদেরকে সতর্ক থাকতে হবে। আমরা সকলে মিলে সচেতন হলে একটি ‘নিরাপদ সড়ক’ গড়ে তুলতে পারি। আসুন, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়তে নিরাপদ সড়ক বাস্তবায়নে কাজ করি, তাহলেই আমাদের নিরাপদ সড়কের কার্যকর ভূমিকা সফল হবে।
    সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুসাদ্দেক আল আকিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর ফয়সাল।
    উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী, সহ-সম্পাদক মোঃ শাহআলম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান লিটন, অর্থ সম্পাদক সুজয় চৌধুরী লিটন, সাংস্কৃতিক সম্পাদক নাহিদা রহমান সেতু, প্রকাশনা সম্পাদক আঃ খালেক, ক্রীড়া সম্পাদক ফরহাদ আলম, কার্যকরী সদস্য শরীফুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী, সদস্য প্রভাষক মোহাম্মদ কামরুল হাছান, অমিত সরকার, মোঃ লিটন গাজী, রুবেল বেপারী, এফআর নিশাত ও মামুন শনি।
   

সর্বাধিক পঠিত